বিনোদন
প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য, এবার সাইফকন্যা সারাকে ফাঁসিয়ে দিলেন রিয়া
রিয়া চক্রবর্তী সুশান্তের পরিবারকে ফাঁসিয়ে দেওয়ার পর এবার ফাঁসিয়ে দিলেন সাইফকন্যা সারা আলী খানকে।সম্প্রতি সারা-সুশান্তকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন রিয়া। যেখানে রিয়া বলেন, ২০১৮ সালে ৬ জন বন্ধু নিয়ে থাইল্যান্ডে যান সুশান্ত।সেখানে গিয়ে সুশান্ত ৭০লক্ষ টাকা খরচ করেন।সেই ৬বন্ধুর মধ্যে একজন হলেন সারা আলী খান।
রিয়া জানান, সারা যখন সুশান্তের সঙ্গে থাইল্যান্ডে যান, তখন সেখানে গিয়ে সারা নিজের নাম পাল্টে ফেলেন।আর রাখেন ‘সারা সুলতান’। সারা সঙ্গে ছিল বলে সুশান্ত নাকি ব্যক্তিগত বিমান ভাড়া করেন।
থাইল্যান্ড থেকে ফেরার পর নাকি সারা আলী খান স্যামুয়েল হাউকিপের সঙ্গে বাইরে বের হন। আর অন্য গেট দিয়ে বের হন সুশান্ত একাই।এমনটাই দাবি করেন রিয়া।