সহজ পদ্ধতিতে আবেদন করুন নিজের ড্রাইভিং লাইসেন্সাস এর জন্য,জানুন বিস্তারিত
১৯৮৮ মোটর ভেহিকেল আইনের পরবর্তীতে ভারতে গাড়ি চালাতে গেলে প্রয়োজন হয় ড্রাইভিং লাইসেন্সের। কিভাবে ড্রাইভিং লাইসেন্স বানাবেন তা নিয়ে অনেকেরই মনে অনেক প্রশ্ন থাকে ।চলুন জানা যাক ড্রাইভিং লাইসেন্সের জন্য আমাদের কি করণীয়।
১. প্রথমত তাকে ১৮ বেশি বয়সের হতে হবে যদি সে ২ চাকার ৫০ সিসির কমের বা ২ চাকার ৫০ সিসির বেশি কোন গাড়ির জন্যগাড়ির জন্য অ্যাপ্লিকেশন জমা করে।
২. যদি কমের্সিয়াল ভেহিকেল চালাতে হয় তাহলে ন্যূনতম ২০ বছর বয়স হতে হবে তাকে ।
৩. সমস্ত ট্রাফিক নিয়ম জানতে হবে।
৪. তার কাছে ন্যূনতম ৩০ দিনের একটি টেম্পোরারি ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।
কতোরকম ড্রাইভিং লাইসেন্স আপনারা পেতে পারেন
১. হালকা গাড়ির জন্য একটি ড্রাইভিং লাইসেন্স হয়, যেখানে ইঞ্জিন এর ক্ষমতা ৫০ সিসির বেশি হয়।
২. একটি কমের্সিয়াল ভেহিকেল এর জন্য।
৩. অটোমেটিক ২ চাকার গাড়ির জন্য যেখানে ইঞ্জিন এর ক্ষমতা ৫০ সিসির কম হয়ে থাকে।
প্রয়োজনীয় ডকুমেন্ট –
ড্রাইভিং লাইসেন্স তৈরি করতে গেলে আপনাকে RTO এর কাছে বেশ কিছু ডকুমেন্ট জমা করতে হবে। সেগুলি হল-
১. জন্ম প্রমাণপত্র
২. প্রাপ্ত শিক্ষার সার্টিফিকেট
৩. পাসপোর্ট (যদি থাকে )
৪. যদি আপনি সরকারি কর্মচারী হন তাহলে তার একটি সার্টিফিকেট।
৫. ভোটার আইডি কার্ড
৬. রেশন কার্ড।
৭. এলআইসি পলিসি বন্ড
কোন ফ্রম কিসের জন্য –
১. অ্যাপ্লিকেশন ফর্ম ৪
২. যদি কমের্সিয়াল ভেহিকেল এর জন্য অ্যাপ্লিকেশন ফর্ম ৫
৩. অরিজিনাল লার্নার লাইসেন্স
৪. ৩টি পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ
কিভাবে ড্রাইভিং লাইসেন্সের জন্য এপ্লিকেশন জমা দেবেন-
১. এই http://transport.wb.gov.in ওয়েবসাইটে এবং সেখানে গিয়ে ড্রাইভিং লাইসেন্স অপশনে ট্যাপ করুন।
২. এবার অ্যাপ্লিকেশন ফর্ম টি ডাউনলোড করে প্রিন্ট করুন।
৩. এবারে প্রয়োজনীয় ডিটেইল গুলি ভরুন।
৪. সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট যোগ করুন ফরমের সাথে।
৫. এবারে ফর্ম এবং সমস্ত ডকুমেন্ট নিয়ে RTO এর কাছে গিয়ে জমা দিন।
৬. এটি ড্রাইভিং টেস্ট এর স্লট গ্রহণ করুন।
৭. যদি আপনি সেই নির্দিষ্ট সময়ে সেই টেস্ট পাস করতে পারেন তাহলে আগামী ২ থেকে ৩ সপ্তাহের মধ্যে আপনার কাছে নিজের ড্রাইভিং লাইসেন্স চলে আসবে।