বিনোদন

শহীদ-মীরার ঘর আলো করে আসছে তৃতীয় সন্তান! তোলপাড় নেটদুনিয়া

বলিউড তারকা দম্পতি জুটি সাইফ আলী খান ও কারিনা কাপুর খানের পর কি এবার শহীদ-মীরার পালা।অর্থাৎ, শহীদ-মিরা কি এবার তাদের তৃতীয় সন্তান আসার কথা ঘোষণা করবেন বলে ঠিক করেছেন? এমনি প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে নেটজনতার মনে।তবে এবার বিষয়টি ভালো করে খুলেই বলা যাক।

সম্প্রতি ‘আস্ক মি এনিথিং’ বলে নিজের সোশ্যাল হ্যান্ডেলে একটি নতুন পর্ব শুরু করেন শহীদ কাপুরের স্ত্রী মীরা রাজপুত।যেখানে যেকোনো কিছু জিজ্ঞাসা করা যাবে মিরাকে।ওই পোস্টটি প্রকাশ্যে আসার পর পড়ি মিরাকে একের এক প্রশ্ন করা হয়।সেখানে মিরা তাদের সব প্রশ্নের উত্তর দেন।

তবে সব থেকে অন্যতম প্রশ্ন যেটা সেটা হলো, এবার কি শহীদ-মিরা তাদের ঘরে তৃতীয় সন্তান আনার প্ল্যান করছেন? এরপর হেসে ফেলেন মিরা। শুধু তাই নয়, ‘হাম দো হামারে দো’ বলেও ওই ব্যক্তিকে উত্তর দেন শহীদ ঘরণী।

Back to top button