নিউজরাজনীতি

ধর্ষণ মামলা: মন্ত্রীর ছেলেকে গ্রেফতার করতে শুরু পুলিশের অভিযান, পালিয়ে বেড়াচ্ছেন যুবক

ভারতের রাজস্থানের মন্ত্রী মহেশ জোশির ছেলেকে গ্রেফতারের জন্য রোববার সকালে জয়পুরে হানা দেয় দিল্লি পুলিশের একটি দল।

পুলিশের ১৫ জনের ওই দল মন্ত্রীর দুটি বাসভবনে তল্লাশি চালায়। কিন্তু অভিযুক্তের কোনো হদিস পায়নি তারা। রোহিতের খোঁজে শহরের একাধিক জায়গায় তল্লাশি চালাচ্ছে পুলিশের ওই দলটি।

খবর এনডিটিভির।

গত ৮ মে দিল্লিতে ২৩ বছরের এক তরুণীকে ধর্ষণের অভিযোগ ওঠে মন্ত্রী মহেশের ছেলে রোহিতের বিরুদ্ধে। তার পর থেকেই পলাতক তিনি।

নারী তার অভিযোগে জানিয়েছেন, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে গত ১৭ এপ্রিল থেকে ৮ মের মধ্যে একাধিকবার তাকে ধর্ষণ করেছেন রোহিত।

ধর্ষণের শিকার ওই তরণীর দাবি, গত বছব ফেসবুকে রোহিতের সঙ্গে আলাপ হয়। তার পর বন্ধুত্ব গড়ে ওঠে। রোহিতের বিরুদ্ধে অপহরণ এবং ব্ল্যাকমেইলিংয়ের অভিযোগ তুলেছেন ওই তরুণী।

তিনি এফআইআরে বলেছেন, রোহিতের সঙ্গে বন্ধুত্ব হওয়ার পর তার সঙ্গে দেখা করেন। প্রথম সাক্ষাতেই তাকে নেশাদ্রব্য মেশানো পানীয় খাওয়ান রোহিত। পর দিন সকালে রোহিত তাকে নগ্ন ছবি এবং ভিডিও দেখিয়ে ব্ল্যাকমেল করা শুরু করেন।

তরুণী আরও দাবি, পরে তিনি জানতে পারেন তিনি অন্তঃসত্ত্বা। রোহিত সে কথা জানতে পেরেই তাকে গর্ভপাতের ওষুধ জোর করে খাইয়েছেন। এর পরই তিনি দিল্লি পুলিশের দ্বারস্থ হন।

পুলিশ রোহিতের বিরুদ্ধে ধর্ষণ, বিষ খাইয়ে খুনের চেষ্টা, গর্ভপাত করানো, অপহরণ, বিয়ের প্রলোভন দেখানোসহ একাধিক ধারায় মামলা রুজু করে।

Back to top button