দেশ

সুশান্ত সিং হত্যা কাণ্ডে যুক্ত হলো নতুন এক অভিনেতার চেহারা ,চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত

সুশান্ত কেসে সন্ধেয়ের তালিকায় প্রথম রিয়া চক্রবর্তী। রিয়াকে ঘিরেই উঠে এসেছে বহু প্রশ্ন বহু নাম। তবে,মঙ্গলবার মুম্বইয়ের ডিআরডিও গেস্টহাউসে সিবিআই ডেকে পাঠিয়েছে শৌভিক ও রিয়ার মা ও বাবা কে। রিয়ার হোয়াটসঅ্যাপ চ্যাট থেকেই উঠে এসেছে বহু তথ্য । উঠে এসেছে মাদক লেন দেনের প্রমাণ, ইতিমধ্যে সোমবার সিবিআই রিয়া চক্রবর্তী, শৌভিক, শ্রুতি মোদী, জয়া সাহা, সিদ্ধার্থ পিঠানি, সুভেদ লোহিয়া, নিরজ সিং, গাড়ির চালক রজ্জাক ও ওয়াটারস্টোন রিসর্টের ২ কর্মীকে ডেকে পাঠানো হয়।

এখন বড়ো প্রশ্ন হল কে এই ? কেন এঁর নাম সুশান্ত কেসে নতুন করে অন্তর্ভুক্ত হল। সুভেদ লোহিয়া হলেন একজন অভিনেতা এবং ও রিয়ার খুব ভালো বন্ধু । গোয়ার হোটেল মালিক গৌরব আর্যের পাশাপাশি মাদক ষড়যন্ত্রে জড়িয়েছেন এই সুভেদেও। এর থেকে স্পষ্ট যে রিয়ার আশেপাশে যারা ছিলেন তাঁরা কোন না কোন ভাবে মাদক ষড়যন্ত্রে সঙ্গে যুক্ত।

সুভেদের সঙ্গে রিয়ার মাদক লেনদেন নিয়ে সিবিআই বিভিন্ন খতিয়ে দেখছে বলে জানা যায় । সাথে বলিউডের কোন কোন বড়ো মাথা জড়িয়ে আছে তারও তল্লাসি চালাবে এনসিবি।

, সিবিআই খতিয়ে দেখছে যে ঠিক কি ধরনর পার্টি হত সুশান্তের বাড়িতে, সুশান্তের প্রতিবেশীরা জানিয়েছিল যে সুশান্তের বাড়িতে প্রায় দিনিই পার্টি হত। সুশান্তের কাছের বন্ধুরা সেই পার্টিতে যোগ দিতেন । এমনকি সুশান্ত নিজে মাদকের গভীর নেশায় মগ্ন হয়ে থাকতেন বোলে দাবি করেছেন সুশান্তের বাড়িরই এক কর্মী। তদন্ত চলেছে, সমস্ত ব্যপারে খতিয়ে দেখছে তদন্ত করি সংস্থা।

Back to top button