দেশ

দেশের জিডিপি দাঁড়িয়েছে মাইনাস ২৩.৯ শতাংশে চিন্তায় দেশ বাসি

করোনা আবহে এমনিতেই দেশের অর্থনীতি মুখ থুবড়ে পড়েছে। করোনার জেরে চাকরি হারিয়ে প্রায় সর্বসান্ত হয়েছে দেশের অর্ধেক মানুষ। এমন ঘটনা বিগত ৪০ বছরে দেখা যায়নি বলে মত অনেকেরই। করোনা আবহে প্রায় তিন মাস বন্ধ ছিলো দেশের দোকান, বাজার, পরিবহন ব্যবস্থা আর তার জেরেই, জিডিপির পতন হওয়াটাই স্বাভাবিক বলে অনুমান করে আসছিলেন অর্থনীতিবিদরা।

করোনা সংক্রমণ গোটা আর্থিক ব্যবস্থার ছন্নছাড়া পরিস্থিতি করে দিয়ে গেছে। বিগত কয়েক মাসে লক ডাউন চলাকালীন ব্যবসার ব্যপক ক্ষতি হয়েছে। এমনকি দেশের ছোট থেকে বড় শিল্পপতিরাও আর্থিক সমস্যার সম্মুখীন হয়েছেন। কিন্তু সোমবার জাতীয় পরিসংখ্যান অফিস অর্থাত এনএসও এই রিপোর্ট প্রকাশ করে জানিয়েছে মাইনাস ২৩.৯ শতাংশে দাঁড়িয়েছে এই মুহূর্তে দেশের জিডিপি। যা দেশের অর্থনীতির ক্ষেত্রে যথেষ্টই খারাপ খবর।

বেশ কয়েকটি রিপোর্ট ঘেটে জানা গিয়েছে সব থেকে বেশি যেখানে কর্মসংস্থান তৈরি হয়, সেক্ষেত্রে উতপাদনের বৃদ্ধি নেমেছে মাইনাস ৪০ শতাংশে। পরিকাঠামো ক্ষেত্রে মাইনাস ৫১ শতাংশ, রেস্তোরাঁ-হোটেল ইন্ডাস্ট্রি মাইনাস ৪৭ শতাংশে নেমেছে। গত অর্থবর্ষ যেখানে ৭.৯৫ শতাংশ বৃদ্ধি দিয়ে শুরু করেছিল, সেখানে এবছরের আরথিক মন্দা মানুষকে অবাক করেছে। এমনকি বছরের প্রথম দিক থেকেই খারাপ দিকে এগোচ্ছিলো জিডিপি। শেষ ত্রৈমাসিক বৃদ্ধির হার ছিল ৩.১। লকডাউনের পর তার অবস্থা তলানিতে এসে ঠেকলো।

Back to top button