আকাশে ঘুড়ির সাথে উড়তে দেখা গেলো ৩ বছরের শিশুকে
তাইওয়ানে ঘুড়ি উত্সব চলাকালীন বাতাসের ধাক্কায় আকাশে উড়ে গেল তিন বছরের শিশুকন্যা।জানা গিয়েছে প্রায় ১৮ সেকেন্ডের জন্য মেয়েটি ঘুড়ি ধরে হাওয়ায় ভাসতে থাকে বলে । এরপর বহু কষ্টে মাটিতে নামিয়ে আনা হয় শিশু টিকে । যদিও এই দুর্ঘটনায় বাচ্চাটি গুরুতর আহত হয়নি বলেই জানা গিয়েছে।
হাওয়ার তীব্রতা বেশি থাকায় ওই শিশু প্রায় ১০০ ফুট মাটি থেকে ওপরে উঠে যায়। এরপরে সঙ্গে সঙ্গে মেয়েটিকে নীচে নামিয়ে আনা হয়। বাতাসের গতিবেগ একটু কমতেই লোকেরা দৌড়ে এসে বাচ্চাটিকে কোলে তুলে নেয়।
মেয়েটি বাতাসে উড়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই লোকজন চিৎকার করে ওঠে,ও সকলেই ঘুড়ি উৎসব বাদ দিয়ে ভাবতে থেকে কীভাবে ওই মেয়ের জীবন বাঁচানো যায়। এরপর আস্তে আস্তে বাতাস কমলে নীচে নামানো হয় মেয়েটিকে।
স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, মেয়েটির নাম লিন।বাচ্চাটি সামান্য আঘাত পেয়েছে বলে জানা গিয়েছে।এই ঘটনার পরে ঘুড়ি উত্সব বন্ধ করে দেওয়া হয়।স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, তাইওয়ানের হানশিনু শহরে এই উৎসব অনুষ্ঠিত হচ্ছিল।
আকাশ এ উড়ে যাওয়ার ঘটনায় শিশুকন্যা আহত না হলেও, সে মারাত্মক ভয় পেয়ে গিয়েছে বলে জানা গিয়েছে।সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই মুহুর্তে মেয়েটি পুরোপুরি ভাল আছে বলে জানানো যায়।