নিউজ

অবশেষে সাধারণ মানুষের স্বস্তি, দাম কমল রান্নার গ্যাসের

আজ পয়লা সেপ্টেম্বর করোনার এই কঠিন পরিস্থিতিতে দাম কমল রান্নার গ্যাসে। কলকাতায় ভর্তুকিবিহীন ১৪.২ কেজি ওজনের বাড়িতে ব্যাবহৃত এলপিজি সিলিন্ডারের দাম হয়েছে ৬২০.৫০ টাকা৷ আগের দামের তুলনায় কমেছে ৫০ পয়সা৷
এছাড়া কলকাতায় ১৯ কিলো নন-ডমেস্টিক সিলিন্ডারের দাম হল ১১৯৬.৫ টাকা৷ গত মাসের তুলনায় কমেছে ২ টাকা৷

মে মাসে কলকাতা, চেন্নাই, মুম্বইতে কমেছিল গ্যাসের দাম৷ সেই সময় দিল্লিতে রান্নার গ্যাসের দাম পরিবরতন হয়ে ৭৪৪ টাকে থেকে হয়েছিল ৫৮১.৫০ টাকা। মুম্বইতে হয়েছিল ৫৭৯ টাকা ও চেন্নাইতে ৫৬৯.৫০ টাকা আর কলকাতায় দাম হয়েছিল ৫৮৪.৫০ টাকা৷

লকডাউন শুরুতে গ্যাস কেনার চাহিদা বেড়ে গিয়েছিল৷ অনেকেই আতঙ্কিত হয়ে কিনতে শুরু করেন সিলিন্ডার৷ যদিও জানিয়ে দেওয়া হয়েছিল যে যথেষ্ট গ্যাস মজুত আছে, অযথা আতঙ্কিত হওয়ার কেন কারণ নেই।
৮ কোটি দরিদ্র পরিবারে আগামী তিন মাসে ৩টি রান্নার গ্যাসের সিলিন্ডার বিনামূল্যে করে দেওয়ার কথা বলা হয়েছিল।

কিন্তু তা নিয়ে ধন্দ্ব তৈরি হয় ,অনেক গরিব ঘরে বড় ১৪.২ কেজি বদলে ছোট ৫ কেজির সিলিন্ডার ব্যবহার করা হয়। সেই ধন্দ্ব দূর করতে ৫ কেজির সিলিন্ডার হলে বিনামূল্যে আগামী তিন মাসে আটটি পাওয়া যাবে বলে জানিয়ে দিয়েছিল কেন্দ্র৷

Back to top button