ভারতীয় সেনার হাতে বিধ্বংসী মিসাইল,চিন্তা মগ্ন চীন ও পাকিস্তান
ভারতের প্রতিরক্ষা মন্ত্রালয় ২ হাজার ৫৮০ কোটি টাকা ব্যয় করে ছয়টি সেনা রেজিমেন্টের জন্য স্বদেশী পিনাকা রকেট লঞ্চার কিনতে সোমবার দুটি প্রতিরক্ষা কোম্পানির সাথে চুক্তি করেছে। তারা জানান, সেনার ক্ষমতা বাড়ানোর জন্য চীন এবং পাকিস্তান সীমান্তে পিনাকা মিসাইল মোতায়েন করা হবে। চুক্তিতে টাটা পাওয়ার কোম্পানি লিমিটেড আর লার্সেন অ্যান্ড ট্যুব্রো সম্মতি দিয়েছেন।এছাড়াও প্রতিরক্ষা ক্ষেত্রের ভারত আর্থ মুভার্স লিমিটেডকে এই চুক্তিতে সামিল করা হয়েছে। BEML ভারতীয় সেনাকে রকেট লঞ্চার রাখার প্রয়োজনীয় উপযুক্তগাড়ি গুলোকে প্রদান করবে। প্রতিরক্ষা মন্ত্রালয় একটি বয়ান থেকে জানা গিয়েছে যে ছয় পিনাকা রেজিমেন্টে ৪৫ কম্যান্ড পোস্ট আর ১১৪ টি লঞ্চারের সাথে অটোমেটেড গান আইমিং অ্যান্ড পজিশনিং সিস্টেমও থাকবে।বয়ানে বলা হয়েছে যে, ২০২৪ এর মধ্যে পিনাকা মিসাইল রেজিমেন্টের সঞ্চালন শুরু করার পরিকল্পনা নেওয়া হয়েছে।এটাও বলা হয়েছে যে,৭০ শতাংশ স্বদেশী হারিতিয়ার থাকবে। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং আর কেন্দ্রীয় অর্থ মন্ত্রী নির্মলা সীতারমন এই পরিকল্পনাকে মঞ্জুরি দিয়েছেন।