বিনোদন

করোনায় আক্রান্ত মেক-আপ আর্টিস্ট, গৃহবন্দী অভিনেত্রী সোহিনী

কলকাতার জনপ্রিয় অভিনেত্রী সোহিনী সরকার বর্তমানে গৃহবন্দী রয়েছেন।কারণ, সোহিনীর মেক-আপ আর্টিস্ট নাকি করোনায় আক্রান্ত।আর এই খবর প্রকাশ্যে আসতেই শুটিং বন্ধ করলেন সোহিনী।চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বর্তমানে হোম কোয়ারেন্টাইনেই রয়েছেন এই অভিনেত্রী।

আনলক পর্যায়ে সিনেমার শুটিংয়ে ছাড়পত্র পাওয়ার পরই শুরু হয়েছিল ‘এই আমি রেণু’ ছবির কাজ। সেই ছবির কাজ নিয়ে বেশ ব্যস্ত দেখাচ্ছিল অভিনেত্রীকে। এমনকি জানা গিয়েছে, ওই ছবিতে নাকি মূল চরিত্র রেনুর ভূমিকায় সোহিনী সরকার। আর তার বিপরীতে দেখা যাবে সোহম চক্রবর্তীকে। আর এর মাঝেই মেক-আপ আর্টিস্ট শানু সিংহ রায়ের করোনা পজেটিভ আসায় গৃহবন্দী হয়ে যান সোহিনী।

তবে জানা গিয়েছে, সোহিনী একাই নয়, তার সঙ্গে রয়েছেন প্রেমিক রণজয় বিষ্ণু। সোহিনী ৭দিন গৃহবন্দী থাকবেন। এরপর আবার করোনা টেস্ট করবেন যদি রিপোর্ট ভালো আসে তবে আবার শুটিংয়ে ফিরবেন এই অভিনেত্রী।

Back to top button