রাজ্য

বর্ধমানে সড়ক দুর্ঘটনায় নিহত এক পরিবারের চারজনসহ ৫ জন

ভারতের বর্ধমানে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। এদের মধ্যে এক পরিবারেরই চারজন। আজ সোমবার ভোরে ডাম্পারের সঙ্গে টোটোর সংঘর্ষে বোলপুর জাতীয় সড়কের ঝিঙ্গুটিতে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- গঙ্গা সাঁতরা, সরস্বতী সাঁতরা, সীমা সাঁতরা, মামণি সাঁতরা। তারা প্রত্যেকে একই পরিবারের সদস্য। নিহত অপরজন হলেন টোটোচালক মইনউদ্দিন।

সোমবার ভোর পাঁচটার দিকে একটি টোটোতে এক পরিবারের চারজন মাছ ধরার জন্য যাচ্ছিলেন। তাদের বাড়ি পূর্ব বর্ধমানের পালিতপুর গ্রামে। টোটোচালক মইনউদ্দিনের বাড়ি সিজেপাড়া এলাকায়।

স্থানীয় সূত্রের বরাত দিয়ে আনন্দবাজার বলছে, টোটোটি বর্ধমান সিউড়ি রোডে উঠতেই গুসকরার দিক থেকে একটি পাথর বোঝাই ডাম্পার সজোরে এসে ধাক্কা মারে। এতে ঘটনাস্থলেই নিহত হন পাঁচজন।

পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ঘাতক ডাম্পারটি জব্দ করা হয়েছে। তবে ডাম্পারের চালক ও সহকারী পালিয়ে গেছেন।

Back to top button