আন্তর্জাতিক

রাশিয়ার তেল ডিপোতে হামলার কথা অস্বীকার করলো ইউক্রেন

রাশিয়ার বেলগোরদে জ্বালানি ডিপোতে হামলা চালিয়েছে ইউক্রেন, ক্রেমলিনের এমন দাবি প্রত্যাখ্যান করেছে দেশটি। যদি এ ঘটনা সত্য হয় তাহলে ইউক্রেন আগ্রাসনের পর এটাই হবে রাশিয়ার মাটিতে দেশটির প্রথম হামলা।

ইউক্রেন আরও বলছে যে, এটি তাদেরই উদাসীনতার কারণে হতে পারে কি না তা নিয়ে প্রশ্ন রয়েছে।

রাশিয়ার এক গভর্নর জানান, পূর্বাঞ্চলের শহর বেলগোরদে একটি জ্বালানি ডিপোতে দুইটি হেলিকপ্টারের মাধ্যমে বোমাবর্ষণ করে ইউক্রেনের সেনাবাহিনী। হামলার জায়গাটি ইউক্রেন সীমান্ত থেকে ৩৫ কিলোমিটার দূরে।

ইউক্রেনের জাতীয় নিরাপত্তা পরিষদের সেক্রেটারি ওলেক্সি দানিলভ টেলিভিশনে দেওয়া বক্তব্যে হামলার দায় অস্বীকার করেছেন। তিনি বলেন, কিছু কারণে, তারা বলছে যে আমরা এটি করেছি, কিন্তু এটি বাস্তবতার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়।

এর আগে শুক্রবার (১ এপ্রিল) ইউক্রেনের প্রেসিডেন্টের সহযোগী ওলেক্সি আরেস্টোভিচ বলেন, আমরা সামরিক অপারেশন চালিয়েছি, তবে দেশের সীমানার মধ্যে। রাশিয়ার সীমান্তের ভেতরে কি ঘটেছে সেটার জন্য তারা দায়ী, তাদেরকেই জিজ্ঞেস করেন।

কথিত হামলার প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, আকাশ থেকে কিছু ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হচ্ছে। এরপর ব্যাপক বিস্ফোরণের মাধ্যমে আগুন ছড়িয়ে পড়ে।

Back to top button