দেশজুড়ে আর্থিক সংকট, শ্রীলঙ্কায় আজ থেকে দিনে ১৩ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ
শ্রীলঙ্কায় আজ বৃহস্পতিবার থেকে দৈনিক ১৩ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলে ঘোষণা দেশটির রাষ্ট্রীয় বিদ্যুৎ কর্তৃপক্ষ। বিদ্যুৎ বন্ধ থাকায় হাসপাতালগুলোতে প্রতিদিনের অস্ত্রোপচার স্থগিত রাখতে হচ্ছে।
বার্তাসংস্থা এএফপি জানায়, বুধবারের পুরো দেশে ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। আজ থেকে ৩ ঘণ্টা বাড়িয়ে ১৩ বিদ্যুৎ বন্ধ রাখার ঘোষণা দিলো কর্তৃপক্ষ।
দক্ষিণ এশিয়ার দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কায় বৈদেশিক মুদ্রার ঘাটতির কারণে বেশ কয়েকদিন ধরেই সেখানে খাদ্য ও জ্বালানির সংকট চলছে। জ্বালানি তেলের জন্য ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘ লাইন দেখা গেছে।
মার্চের শুরু থেকেই দেশটিতে তীব্র জ্বালানি ঘাটতির সঙ্গে সঙ্গে বিদ্যুৎ ঘটতি তৈরি হয়েছিল।
কর্তৃপক্ষ জানায়, বিদ্যুৎ কেন্দ্রগুলোতে জ্বালানি তেলের সরবরাহ কম থাকায় প্রথমে প্রতিদিন ৭ ঘণ্টা ও পরে ১০ ঘণ্টা করে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হচ্ছিল।
দেশটির ৪০ শতাংশেরও বেশি বিদ্যুৎ জলবিদ্যুৎ থেকে উত্পাদিত হলেও, এ বছর বৃষ্টিপাত কম হওয়ায় সেগুলোতে উৎপাদন তেমন হয়নি বলে কর্মকর্তারা জানিয়েছেন।
তবে সবচেয়ে বেশি বিদ্যুৎ উৎপাদন হয় কয়লা ও তেল থেকে।
শ্রীলঙ্কাকে এ দুটি জ্বালানি আমদানি করতে হয়। কিন্তু ডলার সংকটের কারণে আমদানি প্রায় বন্ধ হয়ে আছে।
অর্থনৈতিক সঙ্কট বাড়ার পাশাপাশি দেশটির হাসপাতালগুলোতে জীবন রক্ষাকারী ওষুধ ফুরিয়ে আসছে।
এ অবস্থায় দেশটির অন্তত ২টি হাসপাতাল রুটিন সার্জারি স্থগিত করার কথা এএফপিকে জানিয়েছে। রোগীর ডায়াগনস্টিক, চিকিৎসা সেবা দেওয়া, চেতনানাশক ও প্রয়োজনীয় ওষুধ কম থাকায় এ ধরনের সিদ্ধান্ত নিতে হচ্ছে।
দেশের বৃহত্তম চিকিৎসা সেবা কেন্দ্র রাজধানী শ্রীলঙ্কার ন্যাশনাল হাসপাতাল জানায়, তারা রোগীর রুটিন ডায়াগনস্টিক পরীক্ষাও বন্ধ করে দিয়েছে।
এদিকে শ্রীলঙ্কার জ্বালানীর খুচরা বিক্রেতারা ইতোমধ্যে জানিয়েছেন যে দেশে অন্তত ২ দিন গণপরিবহনে ব্যবহৃত ডিজেলের সরবরাহ থাকবে না।
যানবাহনের জ্বালানির দাবিতে সারা দেশে ব্যাপক বিক্ষোভের খবরও পাওয়া গেছে। তবে এতে কোনো সহিংসতার খবর পাওয়া যায়নি।