বিনোদন

কপিল শর্মার শো ছে’ড়ে দিচ্ছেন সুমনা, এবার তিনি আসছেন নতুন অবতারে

টেলিভিশনের অত্যন্ত জনপ্রিয় একটি রিয়েলিটি শো হল The Kapil Sharma Show। এটি যে শুধু একটি রিয়েলিটি শো তা নয়, বরং সপ্তাহের শেষে ক্লান্ত বিধ্বস্ত দর্শকের মুখে হাসি ফোটায় এই শো।

রিয়েলিটি শোয়ের কেন্দ্রবিন্দু কমেডি কিং কপিল শর্মা ভারতের জনপ্রিয় কমেডিয়ানদের মধ্যে অন্যতম। এমনকি ভারতের বাইরে বিদেশের মাটিতেও পৌঁছে গিয়েছে তাঁর জনপ্রিয়তা।

ফের খবরের শিরোনামে ‘দ্য কপিল শর্মা শো’। অভিনেতা ও শোয়ের সঞ্চালক কপিল শর্মা মার্কিন যুক্তরাষ্ট্রে থাকার কারণে কয়েকদিন আগেই শোনা যাচ্ছিল এই শো নাকি অস্থায়ীভাবে বন্ধ হতে চলেছে। তবে এবার নতুন খবর, এই শে থেকে বিদায় নিতে চলেছেন অভিনেত্রী সুমনা চক্রবর্তী।

তবে সুমনা নতুন নয়, কপিল শর্মা শো থেকে এর আগেও ভারতী সিং, সুনীল গ্রোভার, উপাসনা সিং, আলি আসগরের মতো কলাকুশলীরা বিদায় নিয়েছেন।

তাদের শো ছেড়ে যাওয়ার পিছনে বেশিরভাগ ক্ষেত্রে অন্যতম কারণ ছিল কপিল শর্মার সঙ্গে নানা প্রসঙ্গে বচসা। তবে সুমনার শো ছাড়ার পিছনে কি কারণ রয়েছে সেই প্রসঙ্গে শোনা যাচ্ছে নতুন এক শোয়ের দায়িত্ব এসে পড়েছে তাঁর কাঁধে।

 

View this post on Instagram

 

A post shared by Zee Zest (@zeezest)

Back to top button