আন্তর্জাতিকবিনোদন
শেষ পর্যন্ত প্রত্যাশা পূরণ হলো না, অস্কার থেকে খালি হাতে ফিরল ভারত!
শেষ পর্যন্ত প্রত্যাশা পূরণ হলো না ভারতীয়দের। ৯৪তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডে (অস্কার) সেরা তথ্যচিত্রের পুরস্কার পেল না রিন্টু থমাস ও সুস্মিত ঘোষের ‘রাইটিং উইথ ফায়ার’। সেরা তথ্যচিত্রের পুরস্কার পেল ‘সামার অব সোল’।
এই ডকুমেন্টারির পটভূমি একটি খবরের কাগজ। নাম ‘খবর লহরিয়া’। ভারতের একমাত্র পত্রিকা, যা চালান দলিত নারীরা।
ওই তথ্যচিত্র পত্রিকাটির প্রধান সাংবাদিক মীরাকে অনুসরণ করে এগোয়। কীভাবে টিকে থাকার জন্য ‘খবর লহরিয়া’ ছাপা কাগজ থেকে ডিজিটাল মাধ্যমে রূপান্তরিত হয়, সেটিই উঠে এসেছে তথ্যচিত্রে। পাশাপাশি উঠে এসেছে দলিত নারীদের লড়াই-সংগ্রাম।
‘রাইটিং উইথ ফায়ার’ এরই মধ্যে পেয়েছে বেশ কয়েকটি আন্তর্জাতিক পুরস্কার। অস্কার নিয়েও প্রত্যাশা তৈরি হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত পেল না।