আন্তর্জাতিক

রাশিয়াকে থামাতে আপনারা দেরি করেছেন, ইউরোপীয় নেতাদের বললেন জেলেনস্কি

ইউরোপীয় নেতারা রাশিয়াকে থামাতে দেরি করে পদক্ষেপ নিয়েছেন বলে মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। খবর বিবিসির।

কয়েক ঘণ্টা আগে স্থানীয় সময় বৃহস্পতিবার গভীর রাতে ইউক্রেনের নেতা ভলোদিমির জেলেনস্কি ব্রাসেলসে ইউরোপীয় কাউন্সিলের শীর্ষ সম্মেলনে ভাষণ দেন। এ সময় তিনি রাশিয়ার ধ্বংসাত্মক হামলায় তাঁর দেশের ক্ষয়ক্ষতির খতিয়ান দেন এবং ইউক্রেনের সমর্থনে ঐক্যবদ্ধ হওয়ায় ইউরোপকে ধন্যবাদ জানান।

এর পরেই জেলেনস্কি তাঁর স্বভাবসুলভ স্পষ্ট ভাষায় ইউরোপীয় নেতাদের উদ্দেশে বলেন, তাঁরা রাশিয়াকে থামাতে অনেক দেরি করেছেন।

জেলেনস্কি বলেন, ‘আপনারা নিষেধাজ্ঞা আরোপ করেছেন। (এর জন্য) আমরা কৃতজ্ঞ। এগুলো শক্তিশালী পদক্ষেপ।’

তবে এতে বাধ সেধেছেন পরিবেশবাদীরা। তাদের দাবি, রুশ জ্বালানির শূন্যস্থান পূরণে তেল-গ্যাসের উৎপাদন বাড়ানো জলবায়ু সংকট আরও বাড়িয়ে তুলবে। তাছাড়া, বিশেষজ্ঞরা বলছেন, এই মুহূর্তে দ্রুতগতিতে জ্বালানি উৎপাদন বাড়ানোর মতো অবকাঠামো সক্ষমতাও নেই কানাডার।

চলতি মাসের শুরুর দিকে ক্যালিফোর্নিয়ার প্যাসিফিক ইনস্টিটিউটের সিনিয়র ফেলো পিটার গ্লিক বলেছিলেন, আমরা জানি, জীবাশ্ম জ্বালানি জলবায়ুর স্থিতিশীলতা ধ্বংস করছে এবং বিদেশি তেলের ওপর নির্ভরতা আমাদের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামরিক ব্ল্যাকমেইলের সামনে দুর্বল করে তোলে। সুতরাং যদি কিছু করতেই হয়, তবে অন্যের জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা বাড়ানোর পরিবর্তে সামগ্রিকভাবে অ-জীবাশ্ম জ্বালানির দিকে এগিয়ে যাওয়ার ভালো সুযোগ তৈরি করেছে ইউক্রেন সংকট।

‘কিন্তু, একটু দেরি হয়ে গেছে… (রাশিয়াকে থামানোর) একটা সুযোগ ছিল’, যোগ করেন জেলেনস্কি। তিনি আরও বলেন, যদি প্রতিরোধমূলক নিষেধাজ্ঞা দেওয়া হতো, তাহলে হয়তো রাশিয়া যুদ্ধে নামতে পারত না।

একই সঙ্গে জেলেনস্কি ‘নর্ড স্ট্রিম টু’ গ্যাস পাইপলাইনের দিকেও ইঙ্গিত করেন। তিনি বলেন, যদি এটি আগে বন্ধ করা হতো, তাহলে ‘রাশিয়া গ্যাস সংকট তৈরি করত না।’

এরপর জেলেনস্কি ইউক্রেনের ইউরোপীয় ইউনিয়নে যোগদানের অনুরোধ অনুমোদনের জন্য প্রতিবেশী দেশগুলোকে অনুরোধ করেন। তিনি বলেন, ‘আমি আপনাদের বলছি—দেরি করবেন না।

Back to top button