আন্তর্জাতিক

যুদ্ধ থামাতে বিশ্ববাসীকে পথে নামার অনুরোধ করলেন ইউক্রেন প্রেসিডেন্ট

ইউক্রেনে রুশ আগ্রাসন থামাতে বিশ্বের সব দেশের নাগরিককে পথে নামার আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। গতকাল বুধবার এ আহ্বান জানান তিনি। বার্তা সংস্থা এএফপি এক টুইটে এ খবর জানিয়েছে।

জেলেনস্কি বিশ্ববাসীর উদ্দেশে বলেন, ‘আপনারা আপনাদের অবস্থান স্পষ্ট করুন। আপনারা বাড়িঘর, অফিস, স্কুল-বিশ্ববিদ্যালয় থেকে পথে নেমে আসুন। আপনারা বিশ্ব শান্তির নামে আসুন। বিশ্বকে অবশ্যই যুদ্ধ থামাতে হবে।’

এদিকে, আজ বৃহস্পতিবার অনুষ্ঠেয় ন্যাটো শীর্ষ সম্মেলনে ভাষণ দেবেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। ভিডিও লিংকের মাধ্যমে ন্যাটো সম্মেলনে ভাষণ দেওয়ার জন্য তাঁকে আমন্ত্রণ জানানো হয়েছে।

বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে এ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।

‘প্রেসিডেন্ট জেলেনস্কিকে ভিডিও লিংকের মাধ্যমে ন্যাটো শীর্ষ সম্মেলনে ভাষণ দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে,’ নাম প্রকাশে অনিচ্ছুক একজন ন্যাটো কর্মকর্তা এএফপিকে এ খবর জানিয়েছেন।

‘রুশ আগ্রাসনের কারণে ইউক্রেনের জনগণ যে ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হচ্ছে, সে সম্পর্কে প্রেসিডেন্ট জেলেনস্কির কাছ থেকে মিত্র নেতাদের সরাসরি শোনার এটি একটি সুযোগ হবে,’ যোগ করেন ওই ন্যাটো কর্মকর্তা।

ইউক্রেনের কর্মকর্তারা বলছেন, ন্যাটো সম্মেলনে ভার্চুয়ালি ভাষণ দেওয়ার সুযোগকে কাজে লাগিয়ে কিয়েভকে আরও আকাশ প্রতিরক্ষাব্যবস্থা দেওয়ার আহ্বান জানাতে পারেন জেলেনস্কি।

Back to top button