আন্তর্জাতিক

রুশপন্থি ১১ রাজনৈতিক দলকে নিষিদ্ধ ঘোষণা করলেন জেলেনস্কি

ইউক্রেনের ১১টি রাজনৈতিক দলের কার্যক্রমে নিষেধাজ্ঞা জারি করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এসব দলের কয়েকটির বিরুদ্ধে রাশিয়ার সঙ্গে সম্পর্ক রাখার অভিযোগ রয়েছে।

স্থানীয় সময় রাতে আপলোড করা এক ভিডিওতে ভলোদিমির জেলেনস্কি দেশের ১১টি রাজনৈতিক দলের ওপর নিষেধাজ্ঞার ঘোষণা দেন। এর মধ্যে ‘ফর লাইফ’ দলটি অন্যতম। এটি ইউক্রেনের বৃহত্তম রুশপন্থি দল। এ দলে ইউক্রেনের কয়েকজন পার্লামেন্ট সদস্য রয়েছেন।

নিষেধাজ্ঞা পাওয়া অন্যান্য দলগুলোর মধ্যে রয়েছে—বিরোধী দল, পার্টি অব শরিয়া, আওয়ার্স (আমাদের), বাম বিরোধী দল, বাম দলীয় ইউনিয়ন, রাজ্য দল, ইউক্রেনের প্রগতিশীল সমাজতান্ত্রিক দল, সমাজতান্ত্রিক দল ইউক্রেন, সমাজবাদী দল ও ভ্লাদিমির সালদো ব্লক।

ইউক্রেনের বিচারিক মন্ত্রণালয় এ নিষেধাজ্ঞা কার্যকর করতে অবিলম্বে কাজ করবে। যতদিন সামরিক আইন বহাল থাকবে, ততদিন এ নিষেধাজ্ঞা জারি থাকবে বলে জানিয়েছেন জেলেনস্কি।

Back to top button