‘পুতিন দেখছেন আমরা কত শক্তিশালী’- ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কি
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শিগগির আলোচনায় বসবেন এবং ইউক্রেনে আগ্রাসন বন্ধ করবেন বলে বিশ্বাস ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির। রাশিয়ার সেনারা ইউক্রেনীয় সেনাদের প্রচণ্ড প্রতিরোধের মুখে পড়েছেন, দেশটির সামরিক বাহিনীর এই দাবির মধ্যে প্রেসিডেন্ট জেলেনস্কি এসব কথা বলেন।
কিয়েভ থেকে মার্কিন সংবাদমাধ্যম ভাইসকে দেওয়া সাক্ষাৎকারে জেলেনস্কি বলেন, ‘আমার মনে হয়, আমরা যে শক্তিশালী, তিনি (পুতিন) তা দেখতে পাচ্ছেন। আমাদের আরও কিছুটা সময় প্রয়োজন।’
কীভাবে যুদ্ধ শেষ হবে, সে প্রশ্ন নিজেই তুলে জেলেনস্কি এর উত্তরে বলেন, ‘কীভাবে এই যুদ্ধ শেষ করা যেতে পারে? আলোচনাই যুদ্ধ সমাপ্তির একমাত্র উপায়।’
পুতিনকে কী বার্তা দিতে চান আপনি—এমন প্রশ্নের উত্তরে ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, ‘তাঁকে (পুতিন) শুধু এটা বলব, এই যুদ্ধ থামান। আলোচনা শুরু করুন।’
ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান ১৫তম দিনে গড়িয়েছে। হামলার মধ্যেই আজ তুরস্কের মধ্যস্থতা ও আয়োজনে দেশটির আন্তালিয়া শহরে শান্তি আলোচনায় বসছেন রাশিয়া ও ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রীরা। ইতিমধ্যে তাঁরা তুরস্কে গেছেন। শান্তি আলোচনার আগের রাতেও ইউক্রেনে রুশ হামলা অব্যাহত ছিল। সুমি এলাকায় গতকাল বুধবার রাতভর বিমান হামলা চালায় রাশিয়া। একই সঙ্গে দেশটির মারিউপোল শহরে হাসপাতাল, বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন স্থাপনায় হামলা চালিয়েছেন রুশ সেনারা।