নারীর হাতে আরও ক্ষমতা আসুক, নারী দিবস নিয়ে বার্তা দিলেন নুসরাত
আন্তর্জাতিক নারী দিবস গতকাল সারা বিশ্বে উদযাপন করা হয়। এ দিনে বিশেষ বার্তা দিয়েছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী ও লোকসভা সদস্য নুসরাত জাহান।
সামাজিক পাতায় চিকিৎসাশাস্ত্রের সাহায্য নিয়ে যাঁরা নারীতে রূপান্তরিত, নারী দিবসে তাঁদের পাশে দাঁড়িয়েছেন নুসরাত জাহান। দিয়েছেন শুভেচ্ছা বার্তা। ডাক দিয়েছে ‘লিঙ্গ নিরপেক্ষতা’র।
নুসরাত জাহান ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন। সেখানে দেখা যাচ্ছে, তাঁর দুপাশে দাঁড়িয়ে দুই পছন্দের রূপান্তরকামী কিয়ারা সেন ও হিমাদ্রি।
নুসরাত জাহান বলেন, ‘নারী দিবস শুধুই বাহ্যিক নারীত্ব উদযাপনের নয়। অন্তরে বা ভাবনায় যাঁরা নারী, ৮ মার্চ তাঁদের জন্যও।’
নুসরাত আরও বলেন, নারীর হাতে আরও ক্ষমতা আসুক, বিশ্ব জয় করুক তারা। ব্যক্তিসত্তার উদযাপনে লিঙ্গ বাধা হয়ে উঠতে পারে না।
গত বছর পশ্চিমবঙ্গের জনপ্রিয় চিত্রনায়িকা ও এমপি নুসরাত জাহান পুত্রসন্তানের মা হয়েছেন। ছেলের নাম রেখেছেন ঈশান। সন্তানের বাবা নুসরাতের প্রেমিক যশ দাশগুপ্ত। নারীর অধিকার নিয়ে বরাবরই সোচ্চার এ নায়িকা।