চাকরি পাননি ভারতীয় সেনায়, ভারতের সেই ছেলেই এখন ইউক্রেনের হয়ে করছেন যুদ্ধ
তার স্বপ্ন ছিল দেশের হয়ে সেনাবাহিনীতে যোগ দিয়ে দেশের সেবা করা। আর সেই স্বপ্ন পূরণ করার উদ্যেশে তামিল নাড়ুর যুবক যোগ দিতে গিয়েছিলেন সেনাবাহিনীতে। কিন্তু সেখান থেকে তাকে হতাশ হয়ে ফিরে আসতে হয় উচ্চতা কম থাকার কারণে। তারপরেই যুবক পড়াশোনার জন্য পারি দেন ইউক্রেনের খারকিভে। ২০১৮ থেকেই রয়েছেন তিনি খারকিভে।
চলতি বছরের জুলাই মাসে তার কোর্স শেষ হওয়ার কথা তিনি ইউক্র্রেনে অ্যারোস্পেস ইউনিভার্সিটিতে পড়াশোনা করলেও তার মনে মনে জীবিত ছিল সেনা হওয়ার সুপ্তা বাসনা। আর এবার সেই সুযোগটাই তিনি পেয়ে গেলেন ইউকেরেন রাশিয়ার হামলার কারণে।
রবি নিজের দেশের হয়ে শত্রু পক্ষের বিরুধ্যে বন্দুক তুলে নিতে পারেননি কিন্তু তিনি যখন জানতে পারলেন ইউক্রেনে আধা জানায় নেওয়া হচ্চে নতুন লোক। ইউক্রেনের এই যুদ্ধ পরিস্থিতে নিজেকে আটকে না রেখে তিনি সোজা গিয়ে যোগ দেন জর্জিয়ান ন্যাশনাল লিজিয়ঁ-র আধাসেনার ইউনিটে।
এরপর ইউক্রেনে রাশিয়ার আক্রমণ শুরু হলে তার বাড়ির লোকেরা তাকে নিয়ে হয়ে পরে উদ্বিগ্ন। তার সাথে একবার কোনোক্রমে বাড়ির লোক যোগাযোগ করলেও তা কিছু পরেই বিচ্ছিন্ন হয়ে যায়। তারপর ভারতীয় দূতাবাসের সহযোগিতার মাধ্যমে তার সাথে যোগাযোগ করা হলে রবি জানিয়ে দেয় তারপক্ষে বাড়িতে ফেরা সম্ভব নয়। তিনি এখন ইউক্রেন সেনাবাহিনীতে যোগ দিয়ে রাশিয়ার সাথে লড়াই করছেন। গোয়েন্দারা ইতিমধ্যে রবির বাড়িতে এসে সেই খবর জানিয়ে দিয়েছে।
রবির ইউক্রেন সেনাবাহিনীতে যোগ দেওয়া প্রসঙ্গে তার বন্ধু জানিয়েছে যে রবি দ্বাদশ শ্রেণী পাশ করার পর যোগ দিতে গিয়েছিলো ভারতীয় জানায় কিন্তু উচ্চতা কম থাকার কারণে সেখান থেকে বাতিল হয়ে যান। পর পর দুবার তিনি সেনাবাহিনীতে যোগ দিতে গিয়েও ব্যর্থ হন। এরপর রবি মার্কিন সেনাবাহিনীতে যোগ দেওয়ার চেষ্টা করলেও ব্যর্থ হয়ে যান। তারপরেই ইউক্রেন পারি দেন পড়াশোনা করার জন্য।
রবি ২০২১ এর শেষ দিকে বাড়িতে এসেছিলেন। বাড়ি ফেরার পর মাস দেড়েক কাটিয়ে ফের চলে যান ইউক্রেনে। রবির এক বন্ধু আরও জানিয়েছে যে সে ৪ মাস আগে ফোনে জানিয়েছিল যে সে এক ভিডিও গেম কোম্পানিতে কাজ করছেন তারপর আর যোগাযোগ হয়নি। তারপর সংবাদ মাধ্যমে খবর দেখতে পান যে রবি ইউক্রেন সেনাবাহিনীতে যোগ দিয়েছে। আর সেই খবর শুনে সকলে স্তম্ভিত হয়ে যায়।