রাজ্য
বিশ্বভারতীর ছাত্রদের শান্তিপূর্ণ অবস্থানে বাধা দেওয়ার অভিযোগ
শুক্রবার সকালে বিশ্বভারতীতে ছাত্রদের শান্তিপূর্ণ অবস্থান। সেই অবস্থানে বাধা দেওয়ার অভিযোগ বিশ্ববিদ্যালয়ের নিজস্ব নিরাপত্তা রক্ষীদের বিরুদ্ধে। তালা মেরে দেওয়া হয়েছে কেন্দ্রীয় কার্যালয়ে প্রবেশের গেটে।
যার ফলে ছাত্রছাত্রীরা ভিতরে প্রবেশ করতে পারছেন না। সেই ঘটনার প্রতিবাদে আন্দোলনকারী পড়ুয়াদের সঙ্গে নিরাপত্তা রক্ষীদের বচসা হয়। এই মুহূর্তে শান্তিনিকেতনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে উপস্থিত হয়েছেন রাজ্য পুলিসের এক অফিসার সহ নয়জন মহিলা ও পুরুষ পুলিস কর্মী।