দেশ
বিজেপিকে হটাতে সপার হাত ধরতে রাজি আপ
লক্ষ্য উত্তরপ্রদেশে বিজেপিকে গদিচ্যুত করা। তাই প্রয়োজনে সমাজবাদী পার্টি (সপা)-র সঙ্গে হাত মেলাতে আপত্তি নেই আম আদমি পার্টির। শুক্রবার এমনটাই ইঙ্গিত দিলেন দলের সাংসদ সঞ্জয় সিং। তিনি বলেন, বিজেপিকে ক্ষমতাচ্যুত করতে দরকার পড়লে সমাজবাদী পার্টিকে সাহায্য করবে আপ। পাঞ্জাব, উত্তরাখণ্ড ও গোয়ায় বিধানসভা ভোট শেষ।
উত্তরপ্রদেশে শুধু শেষ দফার নির্বাচন বাকি। এই অবস্থায় সর্বত্র ভালো ফলের ব্যাপারে আত্মবিশ্বাসী সঞ্জয়। তিনি বলেন, ‘পাঞ্জাবে আমরা সরকার গঠন করছি। উত্তরাখণ্ড ও গোয়ায় খুব ভালো ফল হবে। মানুষ আমাদের উপর ভরসা রাখছেন।’ এরপর আসে উত্তপ্রদেশে প্রসঙ্গ। আপ নেতার কথায়, ‘উত্তরপ্রদেশেও দলের শক্তি বৃদ্ধি পাচ্ছে। মানুষ উন্নয়ন দেখে ভোট দিচ্ছেন। এই রাজ্যকে জাতপাতের রাজনীতির ঊর্ধ্বে উঠতে হবে।’