লাইফস্টাইল

১০ মিনিটের দৌড়ে মন খারাপ কেটে যায় : গবেষণা

দৌড়ানো স্বাস্থ্যের জন্য ভালো এটা অনেকেরই জানা। নিয়মিত দৌড়ালে হৃৎপিণ্ডের স্বাস্থ্য ভালো থাকে, পেশি শক্তিশালী হয় এবং হাড়ের শক্তি বাড়ে। এছাড়া নিয়মিত দৌড়ালে শরীরের সাথে সাথে মনের স্বাস্থ্যের স্বাস্থ্যও ভালো থাকে।

ভারতীয় গণমাধ্যম আন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে, জাপানের সুকুবা বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক সম্প্রতি একটি ছোট আকারের গবেষণা সম্পন্ন করেছে , যাতে দেখা গেছে মাত্র ১০ মিনিট দৌড়ে মেজাজ ভালো থাকে। গবেষকরা আরও জানিয়েছেন, মস্তিষ্কের যে অংশ থেকে মানুষের মেজাজ নিয়ন্ত্রিত হয়, দশ মিনিট একটানা দৌড়ালে সেই অংশে এমন কিছু রাসায়নিক পরিবর্তন ঘটে যাতে মন ভালো হয়। গবেষকরা এই পরীক্ষায় রক্তের নমুনা ও ইনফ্রারেড স্পেক্ট্রোস্কোপি ব্যবহার করেছেন।

যদিও কেন এমন হয়, সে সম্পর্কে অবশ্য এখনও পুরোপুরি নিশ্চিত নন গবেষকরা। তবে তাদের দাবি, দৌড়ালে প্রিফ্রন্টাল কর্টেক্স অঞ্চলে হিমোগ্লোবিন-অক্সিজেন সম্পর্কিত মস্তিস্ক সঙ্কেত বৃদ্ধি পায়। পাশাপাশি এই বিষয়ে অন্য যে কোনও ধরনের শরীরচর্চার তুলনায় দৌড় অনেক বেশি কার্যকর বলেই তারা মত দিয়েছেন। তকে এ নিয়ে আরও বিস্তারিত গবেষণার প্রয়োজন রয়েছে বলেই মত অনেক বিশেষজ্ঞর।

Back to top button