আন্তর্জাতিকদেশ

RUSHvsUKR: ভারতীয় ছাত্রদের বন্দি করার অভিযোগ, রাশিয়ার

বর্তমান সময়ে রাশিয়া-ইউক্রেনে চলছে ভয়ঙ্কর সংঘর্ষ। এরই মধ্যে সেখানে আটকে পড়েছে অনেক ভারতীয়রা। তবে ইতিমধ্যে অনেকেকেই ফিরিয়ে আনতেও পেরেছে ভারত সরকার। তবে বুধবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলার সময় ভারতীয়দের উদ্ধারে রাশিয়ার কাছে সাহায্য চান। তখন রাশিয়া জানান যে, তাদের সেনা ইউক্রেন থেকে ভারতীয়দের উদ্ধারে সাহায্য করার চেষ্টা করছে, কিন্তু ইউক্রেনীয়রা সেখানে ভারতীয়দের পণবন্দি করছে। পাশাপাশি এদিন সকালেই ২২০ জন ভারতীকে নিয়ে ভারতীয় বায়ু সেনার বিমান গাজিয়াবাদের হিন্দন এয়ার বেসে এসে পৌঁছেছে।

তবে বিভিন্ন সংবাদ মাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছিল যে, খারকিভ থেকে ছাত্রীদের সরিয়ে নিয়ে যেতে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। পরে ছাত্রদের বের করার চেষ্টা হচ্ছে। খারকিভের পতনের আগে রাশিয়ার তরফ থেকে সেখানে আটকে থাকা ভারতীয়দের সরাতে বলা হয়। তারপরেই ভারত সরকারের তরফ থেকে খারকিভে আটকে থাকা ভারতীয়দের পায়ে হেঁটে হলেও পার্শ্ববর্তী তিন শহরে যেতে পরামর্শ দেওয়া হয়।

তবে সূত্র মারফত জানা গিয়েছে যে, রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন ভারতের প্রধানমন্ত্রীকে বলেছেন রাশিয়ার সেনা ভারতীয়দের স্থানান্তর নিশ্চিত করতে সাহায্য করবে। রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রকের তরফে বলা হয়েছে, রাশিয়া তাদের নিজস্ব সামরিক পরিবহণ বিমানে ভারতীয় ছাত্রদের সরাতে তৈরি। তবে পরবর্তী সময়ে রাশিয়ার তরফে অভিযোগ করা হয়, ভারতীয়দের পণবন্দী করছে ইউক্রেনীয়রা। তাঁদেরকে মানব ঢাল হিসেবে ব্যবহার করা হচ্ছে এবং তাঁদের সরে যেতেও বাধা দেওয়া হচ্ছে। এর আগে ভারতীয় বিদেশমন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি বলেছেন, ইউক্রেনে থাকা প্রায় ২০ হাজার ভারতীয়ের মধ্যে ১৭ হাজার জন ইউক্রেন ছাড়তে সক্ষম হয়েছেন। পাশাপাশি কিয়েভে থাকা ভারতীয় দূতাবাসের একটি অংশ পোল্যান্ড সীমান্তের লভিভে নতুন অফিস খুলেছে।

Back to top button