শোক সংবাদ! ২৪ ঘন্টা না কাটতেই দুঃখের খবর, ইউক্রেনে মৃত দ্বিতীয় ভারতীয় ছাত্রের
রাশিয়া এবং ইউক্রেনের (Russia Ukraine War) যুদ্ধের কারণে প্রাণ গিয়েছিল প্রথম ভারতীয় ছাত্র তথা কর্নাটকের বাসিন্দা নবীন শেখারারাপ্পা। ঠিক তার ২৪ ঘন্টা পূর্ণ না হতেই প্রাণ যুদ্ধের কারণে প্রাণ গেল দ্বিতীয় ভারতীয় ছাত্রের। তবে এবার সরাসরি হামলায় নয় যুদ্ধের কারণে হওয়া আতঙ্কের কারণে ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে প্রাণ হারালেন বছর ২২ এর পঞ্জাবের বাসিন্দা চন্দন জিন্দল (Chandan Jindal)।
জানা গিয়েছে, ইউক্রেনের ভিনিৎশিয়া (Vinnytsia) শহরে বুধবার বিকেলে তাঁর মৃত্যু হয়েছে। চোখের সামনে হওয়া প্রতিনিয়ত গোলাবর্ষণ এবং মিসাইল হামলার জেরে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছিল সে। পরে অসুস্থতার জেরেই ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয় চন্দন।এই ঘটনার জেরে ইতিমধ্যেই সেখানে থাকা ভারতীয়দের মনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তাছাড়াও সমস্ত ভারতীয়দের খারকিভ শহর ছাড়ার নির্দেশিকা দেওয়া হয়েছে।
আর এই মৃত্যুর জন্য দায়ী রাশিয়াই দাবি করছেন গোটা বিশ্ব। কিন্তু এই বিষয় নিয়ে ১৮০ ডিগ্রি অবস্থান বদল রাশিয়া। এই দিন ভ্লাদিমির পুতিনের দেশের তরফে জানানো হল, নবীনের মৃত্যুতে তাঁরা গভীরভাবে ব্যাথিত। বুধবার রাশিয়ার রাষ্ট্রদূত ডেনিস অ্যালিপো বলেন, “ভারতীয় ছাত্র নবীন জ্ঞানগৌদ্দারের পরিবারের প্রতি সমবেদনা। এই মুহূর্তে যুদ্ধ কবলিত এলাকাগুলিতে ভারতীয় ছাত্রদের সুরক্ষার জন্য যাবতীয় পদক্ষেপ করবে রাশিয়া। এই মৃত্যুর ঘটনার প্রেক্ষিতে পূর্ণাঙ্গ তদন্ত করা হবে।”