BigNews: ভোটে পরাজিত হয়েও Mamata-কে ‘চ্যালেঞ্জ’ অধীরের, তুললেন গুরুতর অভিযোগ
ভোটে পরাজিত হলেও তৃণমূল সুপ্রিমো তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন কংগ্রেস নেতা অধীর চৌধুরি। বিধানসভা ভোটে হাতছাড়া হয়েছিল কংগ্রেস গড় বহরমপুর। বিধানসবার পর এবার পরাজিত হলেন পুরসভা নির্বাচনেও তবে হারলেও কথায় হারতে রাজিনন কংগ্রেস নেতা অধীর চৌধুরী।
এই দিন অধীর চৌধুরী সাংবাদিক সম্মেলনে সরাসরি ভাবে না বললেও অন্যভাবে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। তিনি এই দিন বলেন, ‘২০০৩ সাল ,তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয়তা শীর্ষে। এদিকে বামেরা জাঁকিয়ে বসে আছে। সেই সময়ে কোনও কিছু না করে কঠিন লড়াইয়ে আমি প্রথম জেলা পরিষদ জয় করিয়ে আনি। আজ আপনার এত ক্ষমতা। আমি নিজে বলেছি আপনার দল জিতবে। অত ভালো বিধানসভায় ফল করার পর জয় তো নিশ্চিত। তারপরেও আমাদের প্রার্থীদের ধমকানো, চমকানো, ইলেকশন কমিশনকে দিয়ে প্রার্থী অবৈধ করিয়ে দেওয়া , জোর করে সব কিনে নেওয়া আমাদের লোকেদের আগে থেকেই করছিলেন। এখন এই ভোটেও এগুলো করানোর কোনও দরকার ছিল না। আমি যেটা পেরেছিলাম ক্ষমতায় থেকেও মমতা বন্দ্যোপাধ্যায় তা করতে পারেননি। সেই সাহস নেই তৃণমূল কংগ্রেসের’।
উল্লেখ্য, গত তিন দশকেরও বেশি সময় ধরে কংগ্রেসের দখলে ছিল বহরমপুর পুরসভা। কিন্তু সবুজ ঝড়ে সেই দুর্গের পতন ঘটেছে। তৃণমূলের দাপটের সামনে পারেনি কংগ্রেস প্রার্থীরা। আর এই জয়কে অধীর চৌধুরীর সন্ত্রাসের বিরুদ্ধে জয় বলেই দাবি শাসকদল তৃণমূলের। এমনকি বিজেপিও এই পুরসভা থেকে পুরো সাফ হয়ে গিয়েছে।