আন্তর্জাতিক

রাশিয়ার কাছে পণ্য বিক্রি করবে না নাইকি

ইউক্রেনে হামলার জবাবে যুক্তরাষ্ট্রের বিশ্বখ্যাত প্রতিষ্ঠান নাইকি রাশিয়াতে তাদের পণ্য বিক্রি বন্ধ করে দিয়েছে। রাশিয়ায় অনলাইন শপিংয়ে নাইকির পণ্য ক্রয় করা যাচ্ছে না। রুশ ক্রেতারা জানিয়েছেন, ওয়েবসাইট এবং অ্যাপের মাধ্যমে নাইকির পণ্য অর্ডার করতে পারছেন না তারা। রাশিয়ায় বসে যারা নাইকির ওয়েবসাইটে ঢুকছেন তারা একটি নোটিশ দেখতে পাচ্ছেন।

সেখানে লেখা আছে, এখানে নাইকির অর্ডার নিশ্চিত করা যাচ্ছে না। এর পরিবর্তে অনলাইন ক্রেতাদের নিকটস্থ নাইকির রিটেইল শপের ওয়েবসাইটে নিয়ে যাওয়া হচ্ছে। এর আগে রাশিয়ায় সব ধরনের পণ্য বিক্রি বন্ধের ঘোষণা দেয় যুক্তরাষ্ট্রের বহুজাতিক প্রযুক্তি কোম্পানি অ্যাপল।

ইউক্রেনে রাশিয়ার হামলা পশ্চিমা বিশ্বকে ক্ষেপিয়ে দিয়েছে। একের পর এক দেশ ও বিভিন্ন বড় বড় কোম্পানি রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। অ্যাপলের পক্ষ থেকে জানানো হয়েছে, রাশিয়ার আক্রমণের বিষয়ে তারা গভীরভাবে উদ্বিগ্ন। আর এই সহিংসতায় যারা ভুক্তভোগী অ্যাপল তাদের পাশে রয়েছে।

রাশিয়ায় অ্যাপল পে, অ্যাপল ম্যাপের মতো বেশ কিছু সেবার ক্ষেত্রেও সীমাবদ্ধতা আনা হয়েছে। এমনকি গুগল তাদের ফিচার থেকে রাশিয়ার রাষ্ট্রীয় প্রচারমাধ্যম আরটিকেও সরিয়ে ফেলেছে।

এদিকে ইউক্রেনের সংসদ সদস্য লেসিয়া ভাসিলেঙ্কো এক টুইট বার্তায় লিখেছেন, নাইকি, অ্যাপল এবং অ্যামাজন রাশিয়াকে বর্জন করার বিষয়টি বড় ঘটনা। ভাসিলেঙ্কো বলেন, প্রাইভেট কোম্পানিগুলো যে রাশিয়াকে বর্জন করতে পারে, এটি তার বড় উদাহরণ।

Back to top button