বামেদের নতুন আশা, সবুজ রঙের মাঝে অস্তিত্ব টিকিয়ে রাখল সিপিএম!
আজ অর্থাৎ বুধবার ভোট গণনার দিন। তবে গণনা শুরুর প্রথমেই মিলেছে আভাস। সকাল শুরুতেই রাজ্যের নানান প্রান্তে উড়তে শুরু করল সবুজ আবির পাশাপাশি তৃণমূল কর্মীদের বিজয়োল্লাসও শুরু হয়ে গিয়েছে। পাশাপাশি গেরুয়া আরও ফিকে হল। কিন্তু তৃণমূলের জয়জয়কারের মধ্যেও লালা পার্টি তাঁদের অস্তিত্বের চিহ্ন রেখে গেল। এবার বিধানসভা থেকে ধুয়ে-মুছে গিয়েছিল তারা। কিন্তু পুরসভা নির্বাচনে তারা ঘুরে দাঁড়াল।
নদিয়ার তাহেরপুর পুরসভা দখলও করে নিল তারা। বর্তমান রাজনীতির প্রেক্ষিতে এই ফল আশাব্যাঞ্জক বলে ব্যাখ্যা বাম-শিবিরের। মোট ১৩টি ওয়ার্ড আছে নদিয়ার তাহেরপুর পুরসভায়। তবে তার মধ্যে মোট ৮টি ওয়ার্ডে জিতে তাহেরপুর পুরসভা দখল করল সিপিএম। পাশাপাশি তৃণমূল এই পুরসভায় ৫টি ওয়ার্ডে জয়ী হয়েছে।
রাজ্যের মোট ১০৮ টি পুরসভার মধ্যে একমাত্র ব্যতিক্রম এই তাহেরপুর। অবশ্য দার্জিলিং পুরসভায় জয়ী হয়েছে হামরো পার্টি। এই পুরসভায় এখন পর্যন্ত পাহাড়ের পার্টিই কর্তৃত্ব করেছে। রাজ্যের প্রধান বিরোধী দলগুলির মধ্যে একমাত্র সিপিএম তথা বামফ্রন্টই খাতা খুলতে সমর্থ হল।