রাজ্য

দিলীপের গড়েও হল না মুখরক্ষা! পুরবোর্ডে প্রত্যাবর্তন তৃণমূলের

আজ বুধবার সকাল থেকেই শুরু হয়েছে পুরভোটের গণনা। ইতিমধ্যে অনেক জায়াগার ফল বেরিয়েও গেছে। কিন্তু পশ্চিম মেদিনীপুরের গড় বাঁচিয়ে রাখতে পারলেন না দিলীপ ঘোষ। সকাল বিকাল যে গড়কে আঁকড়ে পড়েছিলেন দিলীপ ঘোষ। শাসকদল-পুলিশকে এক হাত নিয়ে প্রচার সেরেছিলেন শুভেন্দু অধিকারী। হাত নাড়িয়ে অনুগামীদের পাশে নিয়ে খোশমেজাজে, আত্মবিশ্বাসের সঙ্গে প্রচার করেছেন দিলীপ ঘোষও। কিন্তু পুরভোটের ফল বলল অন্য কথা।

বর্তমানে মেদিনীপুরে মোট ২০টি আসন এখন তৃণমূলের দখলে, তিনটি বাম, তবে একটি নির্দল ও একটি কংগ্রেসের দখলে গিয়েছে। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তৃণমূল মেদিনীপুর পৌরসভার বোর্ড দখলের পথে। এর আগের পৌরনির্বাচনে মাত্র ১৩ টি আসন পেয়েছিল তৃণমূল। সেখান থেকে এবার ৭টি আসন বাড়িয়েছে। পরবর্তীকালে আরও অনান্য দল থেকে প্রার্থীরা তৃণমূলে যোগ দেন। মোট ১৯ টি আসন হয় তৃণমূলের।

খড়্গরপুর হচ্ছে দিলীপের পুরনো গড়। ২০১৬ সালে প্রথম খড়্গপুর বিধানসভায় পদ্ম ফোটান দিলীপ। লোকসভা ও গত বিধানসভা নির্বাচনেও এখানে উড়েছে গেরুয়া আবির। পুরবোর্ড ধরে রাখতে দিনরাত এক করে খেঁটেছিলেন দিলীপ-শুভেন্দু। এদিকে, পুরবোর্ড প্রত্যাবর্তনেও মারণকামড় দিয়েছিল তৃণমূল। শেষমেশ বোর্ড দখলই করে নিল ঘাসফুল।

Back to top button