RUSHvsUKR: রক্ষা করতে হবে মাতৃভূমির সন্মান! যুদ্ধে যোগ দিতে দেশে ফিরল ৮০,০০০ প্রবাসী ইউক্রেনীয়
রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে নামতে ৮০ হাজার ইউক্রেনীয় দেশে ফিরে এসেছেন।
এক টেলিগ্রাম পোস্টে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তরফে জানানো হয়েছে, ইউক্রেনে ফিরে আসা আশি হাজার লোকের বেশিরভাগই পুরুষ। তারা বিভিন্ন সামরিক পদে এবং অন্যান্য আঞ্চলিক প্রতিরক্ষা বাহিনীতে কাজ করেছিল।
রুশ প্রেসিডেন্ট পুতিনের নির্দেশের পরপরই স্থানীয় সময় ২৪ ফেব্রুয়ারি ভোরে স্থল, আকাশ ও জলপথে ইউক্রেনে হামলা শুরু করেন রাশিয়ার সেনারা। উত্তর, দক্ষিণ ও পূর্ব দিক থেকে, এমনকি বেলারুশ থেকেও হামলা চালানো শুরু হয়। ধীরে ধীরে রাজধানী কিয়েভের দিকে অগ্রসর হয় রুশ সেনারা। ইউক্রেনের সেনাদের সঙ্গে শুরু হয় তীব্র লড়াই। দেশ ছাড়া হন বহু ইউক্রেনীয়।
রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ সাত দিন ধরে চলছে। এরই মধ্য রুশ বাহিনী এবার ইউক্রেনের খারসন শহরের নিয়ন্ত্রণ নিয়েছে বলে খবর পাওয়া গেছে। স্থানীয় কর্তৃপক্ষের বরাতে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এসব তথ্য জানিয়েছে।
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পর গত কয়েক দিনে রুশ বাহিনী দেশটির রাজধানী কিয়েভসহ বিভিন্ন শহরে ঢুকে পড়েছে। এসব শহরের রাস্তায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষের খবর পাওয়া যাচ্ছে।বিজ্ঞাপন
বিবিসির প্রতিবেদনে বলা হয়, রুশ বাহিনী এবার খারসন শহরের নিয়ন্ত্রণ নিয়েছে। খারসনের স্থানীয় কাউন্সিলের এক সদস্য বিবিসিকে বলেন, শহরটিতে লড়াইয়ে ২০০ মানুষ নিহত হয়েছে। এর মধ্যে বেশির ভাগই বেসামরিক নাগরিক।