বহিষ্কৃত ছেলে, ভোটে জিতে যোগ্য জবাব দিলেন মা! দেখেনিন একনজরে
তৃণমূলে কম অশান্তি হয়নি পুরভোটের প্রার্থী তালিকা প্রকাশের পর। জেলায়-জেলায় টায়ার জ্বলেছে, কোথাও জ্বলেছে কুশপুতুল। কোথাও নেতা-কর্মীরা ক্ষোভ উগরে দিয়েছিলেন উচ্চ-নেতৃত্বের উপর। আবার কেউ কেউ চোখের জল ফেলছে টিকিট না পেয়ে। আর একাধিক তৃণমূল নেতা-কর্মীরা প্রার্থী তালিকায় নাম না পেয়ে নির্দল প্রার্থীতে নাম লেখছেন। তবে উচ্চ-নেতৃত্বরাও ছেড়ে কথা বলেনি। মনোনয়ন প্রত্যাহার না করলে দল থেকে বহিষ্কার করারও হুমকি দেওয়া হয়, তবে অনেককে বহিস্কার করা হয়। যদিও, কেউ কেউ নির্দল থেকে প্রার্থী পদ প্রত্যাহার করে নিলেও এমন অনেকেই আছেন যারা তা করেনি।
পশ্চিম মেদিনীপুরের ক্ষীরপাই পুরসভার ৪ নং ওয়ার্ডে জয়ী তৃণমূলের গোঁজ নির্দল প্রার্থী সুনীতি হালদার। আর এই ওয়ার্ডের সভাপতি ছিলেন মনোজ হালদার। তাঁর মা নির্দলে যোগ দেওয়ার পরই তাকে দল থেকে বহিষ্কার করা হয়। আর এবার ওই ওয়ার্ডে তৃণমূল প্রার্থীকে হারিয়ে জয়ের হাসি হাসলেন সুনীতি দেবী। ওই ওয়ার্ডের তৃণমূল প্রার্থী অন্তরা সাহা পেয়েছেন ৩৮৪ ভোট। অন্যদিকে নির্দল প্রার্থী সুনীতি হালদার পেয়েছেন ৪৬১টি ভোট।
জয়ের পর সুনীতি দেবী বললেন যে, “অনেক প্রতিকূলতার মধ্যে দিয়ে আমি জিতেছি। আজ খুবই খুশি। তবে আমি ধন্যবাদ জানাব ওয়ার্ডের বাসিন্দাদের আমার পাশে থাকার জন্য। আমিও এলাকাবাসীর পাশে থাকব।”