অফবিট
কবে খুলছে কেদার-বদ্রীর দরজা, জানুন
আগামী ৬ মে সকাল ছ’টা ২৫ মিনিটে পুণ্যার্থীদের জন্য খুলে দেওয়া হচ্ছে কেদারনাথ মন্দিরের দরজা। বদ্রীনাথ মন্দির খুলবে ৮ মে। মঙ্গলবার শিবরাত্রির অনুষ্ঠানের পর ওঙ্কারেশ্বর মন্দির কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত ঘোষণা করেন। তুষারপাত ও প্রবল শীতের মরশুম শুরু হলে উখিমঠের ওঙ্কারনাথ মন্দিরে কেদারনাথের পুজো হয়।
নামিয়ে আনা হয় শিবের মূর্তি। শীত কমলে ফের খোলে কেদারনাথের দরজা। ফের মূর্তি নিয়ে গিয়ে স্থাপন করা হয় কেদারনাথে। মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে, ২ মে শিবের পঞ্চমুখী মূর্তি পুষ্প আবৃত দোলায় ওঙ্কারনাথ থেকে কেদারনাথের পথে যাবে।