আন্তর্জাতিকদেশ

যুদ্ধের কবলে আটক পড়ুয়ারা, রাশিয়া-ইউক্রেনের রাষ্ট্রদূতকে তলব বিদেশমন্ত্রী

বর্তমান সময়ে রাশিয়া-ইউক্রেনে চলছে ভয়াবহ সংঘর্ষ। এরই মধ্যে সেখানে আটকে পড়েছে ভারতের প্রায় অনেক পড়ুয়ারাই। আজ অৰ্থাৎ মঙ্গলবার ইউক্রেনে যুদ্ধের বলি হয়েছে এক ভারতীয় পড়ুয়া। আর তারপরই রাশিয়া ও ইউক্রেনের রাষ্ট্রদূতকে তলব করল বিদেশমন্ত্রক। ইউক্রেনে আটকে থাকা ভারতীয় পড়ুয়ারা যাতে নিরাপদে দেশে ফিরতে পারেন, সে বিষয়টি নিশ্চিত করার জন্য দুই দেশের রাষ্ট্রদূতের কাছে আর্জি জানিয়েছে বিদেশমন্ত্রক।

রাশিয়া-ইউক্রেন তুমল লড়াই চলছে। সোমবার বেলারুশে শান্তি আলোচনায় কোনও সমাধান বেরিয়ে আসেনি। উল্টে কিয়েভ দখলে মরিয়া হয়ে উঠেছে ভ্লাদিমির পুতিনের দেশ। রাশিয়ার একের পর এয়ার স্ট্রাইকে বিধ্বস্ত ইউক্রেনের কিয়েভ, খারকিভ সহ একাধিক শহর।

মঙ্গলবার খারকিভে লাগাতার বোমাবর্ষণ করেছে রাশিয়া। পাল্টা জবাব দিয়েছে ভলোদিমির জেলেনস্কির দেশ। যুদ্ধের বলি হয়েছেন ভারতের এক ডাক্তারি পড়ুয়া। এদিন একথা টুইটে জানিয়েছে বিদেশমন্ত্রক। জানা গিয়েছে, ওই মেডিকেল পড়ুয়ার নাম নবীন শেখরাপ্পা। কর্ণাটকের বাসিন্দা ওই ছাত্র খারকিভে ডাক্তারি পড়তে গিয়েছিলেন। মেডিকেল কলেজের চতুর্থ বর্ষের ছাত্র ছিলেন তিনি। সূত্রের খবর, নিত্যপ্রয়োজনীয় জিনিস কিনতে লাইনে দাঁড়িয়েছিলেন নবীন। সেইসময় এয়ার স্ট্রাইকে তাঁর মৃত্যু হয়। তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে বিদেশমন্ত্রক। পরিস্থিতি যেভাবে ভয়াবহ রূপ নিচ্ছে, সেদিকে খেয়াল রেখে ভারতীয়দের দ্রুত কিয়েভ ছাড়ার পরামর্শ দিয়েছে কেন্দ্র।

Back to top button