RUSHvsUKR: নিহত এক ভারতীয়, জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী মোদী
বর্তমান সময়ে রাশিয়া-ইউক্রেনে চলছে ভয়াবহ সংঘর্ষ। এই পরিস্তিতিতে ইউক্রেনে আটকে রয়েছে অনেক ভারতীয়রা। তবে রাশিয়ার বোমা বর্ষণে মারা গিয়েছেন এক ভারতীয় পড়ুয়া। ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে রাশিয়ার রকেট হামলায় মারা গিয়েছেন উত্তর কর্নাটকের বাসিন্দা নবীন শেখারারাপ্পা গ্যানাগৌড়া।
এই ঘটনার পরই বিদেশমন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচী টুইটারে জানান যে, মৃতের পরিবারের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। ইউক্রেনে রাশিয়ার হামলায় ভারতীয় পড়ুয়ার মৃত্যুর খবর পেয়ে মৃতের বাবার সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রীস নরেন্দ্র মোদী। এরপরই সন্ধে ৬ টায় রাশিয়া-ইউক্রেন ইস্যুতে আরেকটি উচ্চ-পর্যায়ের বৈঠক ডাকেন। এই নিয়ে তিনি চতুর্থবার উচ্চ-পর্যায়ের বৈঠক ডাকলেন। গতকাল সন্ধেতেও একটি জরুরি বৈঠকে বসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে রাশিয়ায় বোমা বর্ষণে ভারতীয় পড়ুয়ার মৃত্যুর খবর আসার পর মোদীর এই বৈঠক তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ।
প্রসঙ্গত, গতকাল সকালের বৈঠকের পরই সিদ্ধান্ত নেওয়া হয় চার কেন্দ্রীয় মন্ত্রী ইউক্রেনে আটকে থাকা ভারতীয় পড়ুয়াদের উদ্ধারকাজে ইউক্রেনের সীমান্তবর্তী দেশে যাবেন। তাঁদের নিজেদের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার জন্য়ই গতকাল এই বৈঠক ডাকা হয়েছিল বলে জানা গিয়েছে।