বিনোদন

চুপিচুপি বিয়ে সেরে ফেললেন সালমান-সোনাক্ষী!

সামাজিক মাধ্যমে সম্প্রতি একটি ছবি ভাইরাল হয়েছে যেখানে বিয়ের পোশাকে দেখা যাচ্ছে সালমান খান ও সোনাক্ষী সিনহাকে। সালমানের বিয়ে নিয়ে যেহেতু ভক্তদের কৌতূহলের শেষ নেই, তাই এই ছবি নিমিষেই ভাইরাল হয়ে গেছে সোশ্যাল মিডিয়ায়। অনেকেই মনে করছেন, গোপনে সোনাক্ষীকে বিয়ে করেছেন সালমান।

ভাইরাল হওয়া ছবিতে দেখা গেছে যে, সোনাক্ষীকে আংটি পরাচ্ছেন সালমান। কনের সাজে সোনাক্ষী। হাতে মেহেদি। সিঁথিতে সিঁদুর। ছবিটি আসলে পুরোটাই এডিট করা। সালমান-সোনাক্ষীর বিয়ের খবর সম্পূর্ণ মিথ্যা।
সালমানের কোনো এক ভক্ত ছবিটি নিখুঁতভাবে এডিট করে তৈরি করেছেন। বেশ কিছুদিন ধরে সোনাক্ষীর বিয়ের গুঞ্জন শোনা যাওয়ায় বিষয়টি মানুষকে বিশ্বাস করাতেও খুব একটা কষ্ট হয়নি। মুহূর্তেই ভাইরাল হয়ে যায় ছবিটি।

বলিউড সিনেমা ‘দাবাং’ সিনেমায় অভিনয় করেছিলেন সালমান-সোনাক্ষী জুটি। ‘দাবাং’ দিয়েই বলিউডে যাত্রা শুরু করেছিলেন অভিনেত্রী সোনাক্ষী সিনহা। সম্প্রতি একসঙ্গে ‘দুবাই এক্সপো’-তে পারফর্ম করে এসেছেন তারা।

Back to top button