বক্স অফিসে ঝড় তুলছে ‘গাঙ্গুবাই’, মাত্র তিন দিনে আয়….
মুক্তির প্রথম দিন থেকেই বক্স অফিসে ব্যাপক দাপট দেখাচ্ছে সঞ্জয়লীলা বানসালি পরিচালিত ছবি ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’। বলিউডের অন্যতম বহুল প্রতীক্ষিত এই ছবি ইতোমধ্যেই মুক্তির প্রথম ও দ্বিতীয় দিন বক্স অফিসে সংগ্রহ করেছে যথাক্রমে ১০.৫০ ও ১৩.৪০ কোটি টাকা ।
আর এবার জানা গেল, মুক্তির তৃতীয় দিন রবিবার (২৭ ফেব্রুয়ারি) ছবিটি সংগ্রহ করেছে ১৫ কোটি রুপি। অর্থাৎ, তিন দিনে ছবিটির সর্ব মোট আয় দাঁড়িয়েছে সাড়ে ৩৮ কোটি টাকা।
এর আগে বক্স অফিস বিশেষজ্ঞ তরণ আদর্শ ধারণা করেছিলেন, রবিবার সাপ্তাহিক ছুটির দিনে ছবির সংগ্রহ বাড়বে। এবং তিন দিনে ৪০ কোটি টাকা সংগ্রহ করতে পারে ছবিটি। সেদিক থেকে তার ধারণা বেশ কাছাকাছিই রয়েছে আলিয়া অভিনীত ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’।
এদিকে ছবিটি এমন ধামাকা দেখানো ওপেনিং উইকএন্ড কালেকশন নিয়ে বক্স অফিস ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, ‘ভারতের গুজরাট, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশে রবিবার ছবির কালেকশন ৪০ থেকে ৫০% বেড়েছে। যেটি নারী কেন্দ্রিক ছবি হয়েও বক্স অফিসে বেশ উর্দ্ধমুখী’।
পাশাপাশি সোমবার (২৮ ফেব্রুয়ারি) মহা শিবরাত্রির ছুটি থাকায় এই ছবির কালেকশন বেশ বাড়বে বলেই মনে করছেন বক্স অফিস বিশেষজ্ঞরা। মহারাষ্ট্রে মাত্র ৫০ শতাংশ দর্শক নিয়েই সিনেমা হল চলা সত্ত্বেও গাঙ্গুবাইয়ের এই সাফল্যে অবাক সকলে।
‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’ সিনেমাটির গল্প গড়ে উঠেছে এক মাফিয়া কুইনের জীবনের গল্প নিয়ে। কেন্দ্রীয় চরিত্র ‘গাঙ্গুবাই’। আর সেই চরিত্রেই অভিনয় করেছেন আলিয়া ভাট। আলিয়া ছাড়াও এই ছবিতে দেখা মিলেছে শান্তনু মহেশ্বরী, অজয় দেবগণ, বিজয় রাজ।