টাকা ফেরতের দাবিতে সমিতিতে ঘেরাও করে বিক্ষোভ গ্রাহকদের, অভিযোগ ম্যানেজারের বিরুদ্ধে
সমবায় সমিতিতে প্রায় অনেক মাস ধরেই টাকা জমা রাখছে গ্রাহকেরা। তবে তা এখন বিপাকের মুখে। সমবায় সমিতির ম্যানেজারের বিরুদ্ধে অভিযোগ টাকা নয়-ছয় করার। টাকা ফেরতের দাবিতে সমিতিতে ঘেরাও করে বিক্ষোভ গ্রাহকদের। বারবার প্রশাসকের দ্বারস্থ হয়েও পশ্চিম-মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ১ নম্বর ব্লকের কৃষিপ্রধান এলাকার মানুষেরা সমিতিতে গচ্ছিত টাকা ফেরত না পেয়ে চরম দুশ্চিন্তায় দিন কাটাচ্ছে।
গ্রাহকদের অভিযোগ যে, সমবায় সমিতির তৎকালীন ম্যানেজার খগেন চৌধুরী লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করেছে, তার ফল ভুগতে হচ্ছে গ্রাহকদের। তাই আজ, সোমবার সমবায় সমিতির সামনে আসে টাকা ফেরতের দাবিতে গ্রাহকরা বিক্ষোভ দেখায়। যদিও সমবায় সমিতি থেকে স্থানীয় কয়েকটি হিমঘর ও বেশকিছু চাষীদের যে ঋণ দেয়া হয়েছিল, সেই টাকা তারা শোধ না করার জন্য গ্রাহকদের টাকা ফেরত দিতে পারছে না। এতে দেখা দিচ্ছে চরম সমস্যা।
এই বিষয়ে সমবায় সমিতির কর্মীরা ক্যামেরার সামনে কেউই মুখ খুলতে রাজি হননি। এই বিষয়ে ব্লকের বিডিও রথীন্দ্র নাথ অধিকারী বলেন যে, বিষয়টি নিয়ে জেলাস্তরে আলোচনা করা হয়েছে, দ্রুত গ্রাহকদের টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করা হবে।