লাইফস্টাইল

Recipe: সন্ধ্যার স্নাক্সে থাক ‘ফুলকপির কেক’ শিখেনিন বানানোর সেরা রেসিপি

শীতকাল মানেই বাজারে কপিতে ছড়াছড়ি। কপি দিয়ে বানিয়ে ফেলতে পারেন অসাধারণ দুটি রেসিপি ফুলকপি অসাধারণ একটি সবজি ফুলকপি খেতে খেতে যদি একঘেয়ে লাগে তাহলে অবশ্যই বানিয়ে ফেলুন ফুলকপি দিয়ে এই অসাধারণ রেসিপি দেখে নিন রেসিপি গুলি কি কি।

উপকরণ
ফুলকপি সেদ্ধ করা
ওটস গুঁড়ো ১ কাপ
টক দই ১ কাপ
নুন মিষ্টি স্বাদ মত
টমেটো কুচি পরিমাণমতো
ক্যাপসিকাম কুচি পরিমাণমতো
গাজর কুচি পরিমাণমতো
লঙ্কা কুচি পরিমাণমতো
ধনেপাতা কুচি স্বাদমতো

প্রণালী – একটি পাত্রের মধ্যে সমস্ত উপকরণকে ভাল করে মেখে নিতে হবে। এরপর এর মধ্যে পরিমাণমতো গরম জল দিয়ে একটি পাতলা লেই বানিয়ে নিতে হবে। তবে এই মিশ্রণটি যেন খুব বেশি না পাতলা হয়ে যায় সেদিকে খেয়াল রাখতে হবে। আপনি হাতায় করে যেন ঢালতে পারেন এই রকম ভাবে মিশ্রন তৈরী করতে হবে। তারপরে ফ্রাইং প্যানে সামান্য সাদা তেল ব্রাশ করে নিয়ে এক হাতা করে ঢেলে মিশ্রনটিকে ভালো করে ছড়িয়ে দিন এরপর এপিঠ ওপিঠ করে সামান্য ভেজে নিন এই একেবারে তৈরি হয়ে যাবে ফুলকপির প্যানকেক।

Back to top button