রাজ্য
বনধ এর প্রভাব কম, মোটের ওপর স্বাভাবিক রাজ্য
সপ্তাহের শুরুতে পুরভোটে সন্ত্রাসের অভিযোগে ১২ ঘণ্টার বাংলা বনধের প্রভাব পড়ল হুগলিতে। বিজেপির রেল অবরোধের জেরে ভোগান্তির শিকার হন নিত্যযাত্রীরা। কিছু পরে পরিষেবা স্বাভাবিক হয়। বনধের তেমন প্রভাব পড়েনি রাজ্যের অন্যান্য অংশে। বিজেপি কর্মীরা পতাকা নিয়ে রাস্তায় বেরোলেও মানুষের স্বাভাবিক জনজীবনে এখনও পর্যন্ত ততটা প্রভাব ফেলতে পারেননি। দুই ২৪ পরগনা থেকে দুই মেদিনীপুর, হাওড়া থেকে বর্ধমানে এখনও পর্যন্ত সব স্বাভাবিক।