ইউক্রেন-রাশিয়া সংকট: এশিয়ার শেয়ার বাজারে ব্যাপক ধস, মাথায় হাত লগ্নিকারীদের
ইউক্রেন-রাশিয়া সংকটকে কেন্দ্র করে এশিয়ার শেয়ার বাজারে ধস নেমেছে।
বিবিসি জানায়, মঙ্গলবার ইউক্রেন-রাশিয়া সংঘাতকে কেন্দ্র করে এশিয়ার বিভিন্ন দেশের শেয়ারের সূচক নিম্নমুখী।
প্রতিবেদনে বিবিসি জানায়, জাপানের নিক্কেই কোম্পানির শেয়ার ২ শতাংশ এবং দক্ষিণ কোরিয়ার কসপি কোম্পানির শেয়ার বাজার ১ দশমিক ৪ শতাংশ কমেছে।
এ ছাড়া চীনের সাংহাই কম্পোজিট কোম্পানির শেয়ার ২ দশমিক ২ শতাংশ কমেছে।
এশিয়া প্যাসিফিক অঞ্চলের দেশ অস্ট্রেলিয়ার এস এন্ড পি বা এএসএক্স কোম্পানির শেয়ার ১ শতাংশের চেয়ে বেশি কমেছে।
মূলত ইউক্রেন-রাশিয়ার মধ্যে যুদ্ধ শুরু হলে বিশ্বে পণ্য সরবরাহ ব্যবস্থায় জটিলতা তৈরি হবে। এ ছাড়া তেলের মূল্য বৃদ্ধিরও আশঙ্ক্ষা করছে বিশ্লেষকরা। এ আশঙ্ক্ষা থেকেই শেয়ার বাজারে ধস নেমেছে।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের দুটি বিদ্রোহী অঞ্চলকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। ২০১৪ সাল থেকে দোনেস্ক ও লুহানস্ককে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
তারপর সেখানে ‘শান্তিরক্ষা কার্যক্রম’ চালানোর জন্য সেনা মোতায়েনের নির্দেশ দিয়েছেন তিনি।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার এ সিদ্ধান্তের কঠোর সমালোচনা করেছে।