CANADA: রাস্তায় দাঁড়িয়ে পুলিশের সঙ্গে সংঘর্ষ, আটক ১০০-র বেশি বিক্ষোভকারী
কানাডার রাজধানী অটোয়ায় বিক্ষোভকারীদের হটিয়ে দিতে গেলে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় বিক্ষোভকারীরা পুলিশের অস্ত্র ছিনিয়ে নেওয়ারও চেষ্টা করে।
এ ঘটনায় শুক্রবার শতাধিক বিক্ষোভকারীকে আটক করে এবং প্রায় ২০টি গাড়ি আটক করে। বিক্ষোভের নেতাদের অধিকাংশকেই আটক করা হয়েছে। খবর দ্য গার্ডিয়ান ও সিএনএন।
দেশটিতে কোভিড নীতির বিরুদ্ধে গত তিন সপ্তাহ ধরে চলা এই বিক্ষোভ অবসানে এই অভিযান চালানো হয়। তবে অভিযানকালে হতাহতের কোনো ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন অটোয়ার অন্তবর্তী পুলিশ প্রধান স্টিভ বেল।
তিনি বলেন, অভিযানকালে আমাদের এক কর্মকর্তা সামান্য আঘাতপ্রাপ্ত হন। তবে বিক্ষোভকারীদের কেউ ইহত হয়নি।
অভিযান শুরুর আগে বৃহস্পতিবার পুলিশ বিক্ষোভকারীদের সরে যেতে চূড়ান্তভাবে সতর্ক করেছিল। পরে শুক্রবার বিক্ষোভকারীদের তুলে দিতে কঠোর অবস্থানে যায় নিরাপত্তা বাহিনী। একপর্যায়ে কিছু বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের হাতাহাতি হয়।
উল্লেখ্য, কোভিড- ১৯ মোকাবেলায় টিকাদান সংক্রান্ত সরকারের সিদ্ধান্তের প্রতিবাদে কানাডায় গত তিন সপ্তাহ ধরে ট্রাক চালকদের নেতৃত্বে ‘ফিডম কনভয়’ নামে বিক্ষোভ চলছিল। বিক্ষোভে অচল হয়ে পড়েছিল দেশটির রাজধানী অটোয়াসহ আরো কিছু এলাকা। এ প্রেক্ষিতে অন্টারিওতে সরকার জরুরি অবস্থা জারি করতে বাধ্য হয়।