এখনো পর্যন্ত শুটিং বন্ধ, বয়স্ক শিল্পীদের জন্য যে সিদ্ধান্ত বেছে নিলো চ্যানেল
সারা ভারত জুড়ে করোনা ভাইরাসের ফলে চলছে লকডাউন। যার ফলে অভিনেতা-অভিনেত্রীদের বাড়িতেই বসেই দিন কাটাচ্ছে হচ্ছে।সিনেমার শুটিংও বন্ধ রয়েছে। তবে কিছু কিছু জায়গায় অবশ্য শুটিং করার জন্য অনুমতি দেওয়া হয়েছে।সেক্ষেত্রে নানা রকম বিধিনিষেধ মেনে চলার তাগিদ দেয়া হয়েছে’। তারই অংশ হিসেবে বয়স্ক শিল্পীদের জন্য কলকাতায় তৈরি করা হয়েছে নতুন এক নিয়ম।
পরান বন্দোপাধ্যায় , লিলি চক্রবর্তী,সৌমিত্র চট্যোপাধ্যায়, মাধবী মুখোপাধ্যায়,সাবিত্রী চট্যোপাধ্যায়দের অভিনয় করতে হলে এবার থেকে মুচলেকা জমা দিয়ে তারপর শুটিং ফ্লোরে ঢুকতে হবে বলে জানানো হয়েছে। যেখানে লেখা থাকবে, ‘শিল্পীর সম্মতি নিয়ে তারপর শুটিং করা হচ্ছে। তবে এটা ৬৫বছর বয়সের অভিনেতা অভিনেত্রীদের জন্য থাকবে ।
জানা যাচ্ছে, সবকিছু ঠিকঠাক থাকলে ১৫জুন থেকে আবার বাঙালিদের ঘরে ঘরে নতুন ধারাবাহিক ফিরে আসবে । তবে যদি বয়স্করা শুটিংয়ে থাকে তাহলে ১০বছরের নিচে বাচ্চারা শুটিংয়ে আসতে পারবে না বলে শোনা যাচ্ছে। এমনকি তার সঙ্গে বাদ পড়ছে চুম্বন ও ঘনিষ্ঠ দৃশ্য। শুটিংয়ে এইসব নিয়ম মণ হবে শুনে বয়স্ক শিল্পীরা অনেকেই বেঁকে বসেছেন। তাদের মধ্যে একজন লিলি চক্রবর্তী জানান, ‘এই মুহূর্তে কয়েকমাস শুটিং করতে চাইনা। শুটিং শুরু হবে আঁচ পেয়েই গতকাল দু’টি ছবির জন্য ফোন করেছি’লেন দুজন। একেবারে ‘না’ বলে দিয়েছি।’