ইউক্রেন সীমান্ত থেকে কিছু সেনা ফিরিয়ে নিচ্ছে রাশিয়া, যুদ্ধ ত্যাগ করে তবে কি এবার অন্য পথ?
ইউক্রেনের সীমান্ত থেকে কিছু সেনা ঘাঁটিতে ফিরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছে রুশ সরকার।
আল জাজিরা জানায়, বেলারুশের সঙ্গে রাশিয়া দশ দিনের সামরিক মহড়া শুরু করেছিল। মহড়া শেষ হওয়ায় কিছু সেনাকে ঘাঁটিতে ফিরিয়ে নেওয়া হচ্ছে।
বার্তা সংস্থা ইন্টারফ্যাক্সকে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী জানান, রুশ সেনা ঘাঁটিতে ফিরিয়ে নেওয়ার মাধ্যমে পশ্চিমা ও মস্কোর মধ্যকার তীব্রতা কিছুটা হ্রাস পাবে। আর আলোচনার পথ প্রশস্ত হবে।
ইউক্রেন ইস্যুতে আলোচনা রজন্য মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন বেলজিয়ামে সফর করছেন। সেখানে তিনি ন্যাটোর সদস্যদের সঙ্গে আলোচনা করবেন।
ইউক্রেনের পশ্চিমা সামরিক জোট ন্যাটোতে যোগ দেওয়াকে কেন্দ্র করে প্রতিবেশী রাশিয়ার সঙ্গে উত্তেজনা শুরু হয়। ইউক্রেন ন্যাটোতে যোগ দিলে ওই অঞ্চলে ন্যাটোর সেনাদের উপস্থিতি বৃদ্ধি পাবে। যা নিজেদের আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি বলে দাবি করে আসছে রাশিয়া।
ইউক্রেনের সীমান্তে এক লাখের অধিক রুশ সেনা মোতায়েন রয়েছে। যেকোনো সময় ইউক্রেনের উপর রুশ আক্রমণ শুরু হতে পারে বলে আশঙ্ক্ষা করছে যুক্তরাষ্ট্র ও এর মিত্ররা।
যুদ্ধের পরিবর্তে আলোচনার মাধ্যমে সংকট নিরসনে রাশিয়ায় গিয়েছেন জার্মান চ্যান্সেলর। যদি রাশিয়া ইউক্রেনে হামলা চালায় তাহলে তারা সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করবে না বলে জানায়। তবে, রাশিয়ার উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপের হুঁশিয়ারি দেন চ্যান্সেলর।