আন্তর্জাতিক

BigNews: কালো মেঘের মতন কয়েক হাজার পাখির ঝাঁক আছড়ে পড়লো মাটিতে, সেই দৃশ্যে আতঙ্কিত স্থানীয়রা

আচমকাই মাটিতে আছড়ে পড়ল কয়েক হাজার পাখির একটি ঝাঁক। কালো রংয়ের সেই পাখির বিশাল ঝাঁক যেন মেঘের মতো হঠাৎ মাটিতে নেমে এল। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই আবার উধাও হয়ে যায় সেই ঝাঁক। কিন্তু তারপরই দেখা যায়, কয়েকশ পাখি মাটিতে মৃত অবস্থায় পড়ে আছে। ঘটনাটি মেক্সিকোর চিহুয়াহুয়া শহরের।

এই দৃশ্য দেখে স্তব্দ হয়ে গিয়েছে স্থানীয়রা। তবে অনেক পাখি উড়ে গেলেও কিছু পাখি তখনও চটপট করেছিল তার মধ্যে কিছু পাখি আবার নিথর হয়ে পড়েছিল। একসঙ্গে এতো পাখির মৃত্যু দেখে আতঙ্ক ছড়িয়েছে স্থানীয় এলাকায়। কিন্তু কি কারণে এমনটা হল সেটা এখনও জানা যায়নি।তবে এই বিষয়ে পরিবেশবিদ রিচার্ড ব্রাউটন জানিয়েছেন, কোনো বড় ধরনের শিকারি পাখি হয়তো তাড়া করেছিল এই পাখির ঝাঁককে। ভয় পেয়ে পাখিগুলো কোনো বড় বিল্ডিংয়ে ধাক্কা খেয়ে থাকতে পারে। সে কারণেই সম্ভবত মৃত্যু হয়েছে পাখিগুলোর।

আবার অনেকে দাবি করছে , ফাইভ-জি প্রযুক্তির কারণেই পাখিগুলোর মৃত্যু হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যম দূষণকেই এই মৃত্যুর জন্য দায়ী করেছে। কেউ আবার বলছেন, পাখিগুলো বিদ্যুৎস্পৃষ্ট হয়েছে। ভয়ানক সেই ভিডিও প্রকাশ্যে এসেছে।তবে কীভাবে এত পাখির মৃত্যু হল তা নিয়ে তদন্ত শুরু করেছে স্থানীয় প্রশাসন এবং পাখি বিশারদরা।

Back to top button