CORONA UPDATE: সুস্থ হচ্ছে বাংলা, একধাক্কায় ২ শতাংশের নিচে নামলো পসিটিভিটির রেট
গত ২৪ ঘন্টায় রাজ্যে করোনাতে আক্রান্ত হয়েছেন ৭০০ জনের বেশি এবং মৃত্যুর সংখ্যাও ছাড়িয়েছে তিরিশের উপর। অন্য দিকে গোটা রাজ্য জুড়ে একধাক্কায় অনেকটা কমে গেল করোনাতে আক্রান্তের সংখ্যা অর্থাৎ এই দিন ২ শতাংশের নিচে নেমেছে পজিটিভিটির রেট।
আজ, মঙ্গলবার এমনটাই রিপোর্ট দেওয়া হয়েছে স্বাস্থ্যদপ্তরের তরফে। সেই রিপোর্ট অনুসারে করোনা আক্রান্ত হয়েছে ৭৩৬ জন এবং মৃত্যু হয়েছে ৩২ জনের। তাছাড়া গত ২৪ ঘণ্টায় কোভিড পজিটিভ ১০৮ জন। তবে সংক্রমণের নিরিখে শীর্ষে এখনও কলকাতা রয়েছে ।
সোমবার রাজ্য জুড়ে করোনার পরীক্ষা করা হয়েছিল ২৪,৭৮৬ জনের। আর তার মধ্যে পজিটিভ এসেছে মাত্র ২.৫৯ শতাংশ যা স্পষ্ট বলে দিচ্ছে বাংলা আসতে আসতে সুস্থ হয়ে যাচ্ছে। আপাতত এই রিপোর্ট দেখে কিছুটা হলেও স্বস্তিতে আছে রাজ্যের চিকিৎসক মহল।
কিন্তু এর মাঝেও চোখ রাঙাচ্ছে করোনায় মৃতের সংখ্যা। গত কয়েক সপ্তাহ থেকে রাজ্য জুড়ে করোনায় মৃতের সংখ্যা তিরিশের আশপাশে ঘোরাফেরা করছে। সোমবার সংখ্যাটা তিরিশের নিচে নেমেছিল।