BigNews: হাতে মাত্র আর অল্প সময়, তার পরেই আকাশে দেখা যাবে
হাতে মাত্র আর অল্প সময় চলতি বছরের মে’য়ে মাসেই আকাশের মাঝে উড়তে দেখা যাবে রাকেশ ঝুনঝুনওয়লার ( Rakesh Jhunjhunwala) পৃষ্ঠপোষকতায় তৈরি Akasa Airlines । যার কারণে আপাতত বড়ো প্রস্তুতি নিচ্ছেন তিনি। অন্যান্য নাম করা বিমান সংস্থার পাশাপাশি নিজেকেও স্বতন্ত্র জায়গায় তৈরী করে নিতে চায় Akasa Airlines।
প্রসঙ্গত, দেশের সকল মানুষদের সুলভে উন্নততর পরিষেবা দেওয়ার লক্ষ্য নিয়েই বাজার কাঁপাতে আসছেন Rakesh Jhunjhunwala-র Akasa Air। প্রথম অবস্থায় মোট ১৮টি বিমান নিয়েই বাজারে নামবে এই সংস্থা । তাছাড়াও ২০২৩ সালের মার্চ মাসের মধ্যেই এই বিমান সংস্থার 18টি বিমান আকাশে উড়বে বলে মনে করা হচ্ছে।
যদিও করোনা অতিমারীর কারণে এই সেক্টর সাময়িক কিছু ক্ষতির মুখোমুখি হতে চয়েছে। তবুও আগামী দিনে এই ব্যবসা ঘুরে দাঁড়াবে এমনটাই আশা করা হচ্ছে। ঠিক সেই কারণেই এই সেক্টর থেকে লাভের সুযোগ হারাতে চান না শেয়ার বাজারের বিশেষজ্ঞ রাকেশ ঝুনঝুনওয়ালা ( Rakesh Jhunjhunwala)। তাই মে মাসের শেষ বা জুন মাসের শুরুতে উড়ান নেবে Akasa Air– এমনটাই মনে করা হচ্ছে।