আন্তর্জাতিক

লতা মঙ্গেশকরের মৃত্যুতে শোকপ্রকাশ করলেন বাংলাক্সদেশের প্রধানমন্ত্রী, দিলেন শোকবার্তা

ভারত তথা এশিয়া উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী লতা মঙ্গেশকরের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শেখ হাসিনা এক শোকবার্তায় বলেন, এই সুরসম্রাজ্ঞীর মৃত্যুতে উপমহাদেশের সংগীতাঙ্গনে এক বিশাল শূন্যতার সৃষ্টি হলো। তিনি আরো উল্লেখ করেন, লতা মঙ্গেশকর তাঁর কর্মের মধ্য দিয়ে চিরদিন এ অঞ্চলের মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন।

প্রধানমন্ত্রী তাঁর আত্মার শান্তি কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।উল্লেখ্য, আজ রবিবার (৬ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী লতা মঙ্গেশকর ৯২ বছর বয়সে মারা যান। এর আগে জানুয়ারিতে তিনি করোনায় আক্রান্ত হয়ে আইসিইউতে ছিলেন। এরপর নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে প্রায় চার সপ্তাহ ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।

ভারতের মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় আজ রোববার মৃত্যু হয় ৯২ বছর বয়সী লতার। পৃথক শোক বার্তায় তার আত্মার শান্তি কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী।

লতা মুঙ্গেশকারের মৃত্যুতে শোক জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, রাজনীতিবিদসহ বলিউড তারকারা। গোটা ভারতজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।

ভারত সরকারও নাইটিঙ্গেল অব ইন্ডিয়া খ্যাত লতার মৃত্যুতে দুইদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে । এই দুইদিন জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।

Back to top button