বিনোদন

প্রয়াত সংগীতশিল্পী লতা মঙ্গেশকরের শেষ গান ছিল যেটি

২৭ দিনের লড়াইয়ের পর মৃত্যুর কাছে হার মানল উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী লতা মঙ্গেশকর। আজ রোববার ভারতের মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হসপিটালে ৯২ বছর বয়সে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, লতা মঙ্গেশকরের সর্বশেষ পূর্ণাঙ্গ অ্যালবাম ‘বীর জারা’। এই সিনেমাটি ২০০৪ সালে মুক্তি পায়। লতা মঙ্গেশকরের শেষ গান ছিল ‘সৌগন্ধ মুঝে ইস মিট্টি কি…’। এটি ২০২১ সালের মার্চে প্রকাশিত হয়। গানটি ভারতীয় সেনা বাহিনীর জন্য গাওয়া হয়েছিল।

চলে গেলেন কিংবদন্তি গায়িকা লতা মঙ্গেশকরচলে গেলেন কিংবদন্তি গায়িকা লতা মঙ্গেশকর
গত জানুয়ারির শুরুতে করোনা পজিটিভ আসে লতার। এরপর মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। ৯ জানুয়ারি থেকে সেখানেই ছিলেন তিনি। মাঝে তাঁর শারীরিক অবস্থার সামান্য উন্নতির আভাস পাওয়া গিয়েছিল।

করোনা আক্রান্ত হওয়ার পর থেকেই সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকরকে নিয়ে শুধু অগণিত ভক্ত কূলই নয়, উদ্বেগে ছিলেন চিকিৎসকরাও। করোনার পাশাপাশি নিউমোনিয়াতেও আক্রান্ত হয়েছিলেন ৯২ বছর বয়সী এই সুরসম্রাজ্ঞী।

লতা মঙ্গেশকরকে ২০০১ সালে ভারতের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ভারতরত্ন দেওয়া হয়েছিল। তিনি পদ্মভূষণ, পদ্মবিভূষণ, দাদা সাহেব ফালকেসহ একাধিক জাতীয় পুরস্কারে ভূষিত হয়েছেন।

Back to top button