লাইফস্টাইল

আপনি কি জানেন বিয়েতে কেন লাল শাড়ি পরে? না জানলে জেনেনিন

অন্যান্য রঙের চেয়ের লাল রঙের তরঙ্গ দৈর্ঘ্য বেশি হওয়াও এটি বেশি চোখে লাগে। উপমহাদেশীয় অঞ্চলের দেশগুলোতে নিম্নবিত্ত থেকে উচ্চবিত্ত সব কনেই বিয়েতে লাল রঙের শাড়ি বেছে নেন। আগে অবশ্য পরিবার থেকেই শাড়িসহ বিয়ের আনুষাঙ্গিক জিনিসপত্র কেনা হতো। কিন্তু এখন বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় কনে নিজেই শাড়ির রঙ হিসেবে লাল বেছে নেন।

তবে পরিবার থেকেও এ রঙটিকেই বেশি গুরুত্ব দেওয়া হয়। মেহেদী, বিয়ে, বৌভাত-বিয়েতে এখন নানা অনুষ্ঠানের ছড়াছড়ি। কিন্তু বিয়ের মূল অনুষ্ঠানে বেশিরভাগ ক্ষেত্রে লাল শাড়িতেই নিজেকে সাজিয়ে তোলেন কনেরা।

বিয়েতে সবাইর আগ্রহ থাকে কনে দেখার। আর লাল রঙের শাড়ি কনে হয়ে উঠেন তুলনামূলকভাবে বেশি আকর্ষণীয়। লাল শাড়িতে নববধূকে মোহময়ী লাগে। শুধু তাই নয়, তেমনই বরের চোখেও ঘনিয়ে আসে ভালোবাসার নেশা। তাই এটি এখনও পছন্দের শীর্ষ স্থান দখল করে আছে।

Back to top button